নেত্রকোনার পৌর মেয়র নজরুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত
- আপডেট টাইম : ০২:৫২:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ৩৫৬ ৫০০০.০ বার পাঠক
নেত্রকোনা জেলা প্রতিনিধি।।
নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবারে মোট আক্রান্তের সংখ্যা ছয়জন। স্থানীয় সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া ও সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল কবরীর রিয়াদ তাদের আক্রান্ত হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার জেলা সদর হাসপাতালে নজরুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়। এতে তিনজন কোভিড পজেটিভ রোগী হিসেবে সনাক্ত হন। তারা হলেন: মেয়র নজরুল ইসলাম খান, তার স্ত্রী জাকিয়া আক্তার ও ছেলে জারিফ খান। এর দু’দিন আগে সনাক্ত হন তার অপর দুই ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি ও সাদ খান। এছাড়া জামির শিশুপুত্র আজওয়াদ ইসলাম খানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
নজরুল ইসলাম খানের পারিবারিক সূত্র জানিয়েছে, ইতিপূর্বে আক্রান্ত হওয়া জামি, সাদ ও আজওয়াদ ইসলাম ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শুক্রবার শনাক্ত হওয়া তিনজনকেও (নজরুল ইসলাম খান, জাকিয়া আক্তার ও জারিফ খান) চিকিৎসার উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত প্রত্যেকেই মোটামুটি সুস্থ আছেন।