ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
মধ্যরাতে রাবি ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু এখনো ঊর্ধ্বমুখী তেল-চালের দাম, অস্থির মসলার বাজার ট্রাম্প ২.০: বাংলাদেশ ইস্যুতে ভারতের ‘নাক গলানো’ কী কমবে? ভৈরবে ট্রেন থেকে ছিনতাইকারী তিন নারী গ্রেপ্তার গাজীপুরের শ্রীপুরে বিপ্লব হত্যা মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অসহায় পুলিশ প্রশাসন জেনেও নীরব স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবেনা ।।ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী দল বিএনপি’র মোংলা উপজেলার ২নং বুড়িডাঙ্গা ইউনিয়নের ওর্য়াড কমিটির নির্বাচন সম্পন্ন টাঙ্গাইলে আলহাজ্ব মোজাম্মেল হককে ও জাতীয় পার্টির কার্যক্রমকে কঠোর হস্তে দমন করবে বিএনপি-জামায়াত নেতারা, আওয়ামী-জাপা দালাল সাংবাদিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব রোজার আগে পণ্যের দাম নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা?

মিয়ানমার ॥ নিহতদের স্মরণ বিক্ষোভকারীদের, কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১১:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • / ৩০০ ৫০০০.০ বার পাঠক

আন্তর্জাতিক রিপোর্ট।।

মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বিভিন্ন শহরে রাতে মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে গত কয়েকদিনের সংঘর্ষে নিহতদের স্মরণ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্থিরতা বিরাজ করায় মঙ্গলবার মিয়ানমারে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের মধ্যে যারা ‘অপরিহার্য নন’ তাদের পরিবারের সদস্যসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে যে অভ্যুত্থানবিরোধী আন্দোলন চলছে তাতে এরই মধ্যে অন্তত ৫২১ জন নিহত হয়েছে।

চলতি সপ্তাহের শনিবার দেশটি একদিনে ১৪১ জনের মৃত্যুও দেখেছে বলে জানিয়েছে মিয়ানমারের ঘটনাবলী পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) ।

মঙ্গলবারও দেশটিতে আট বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএপিপি। এদিন মিয়ানমারের বেশ কয়েকটি শহরে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবারের বিক্ষোভের ছবিও এসেছে।

এ দিন রাতে মিয়ানমারের বিভিন্ন শহরে কারফিউ উপেক্ষা করে রাতভর মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ করেছে আন্দোলনকারীরা। বুধবার ভোরের দিকে অন্তত একটি এলাকায় জান্তাবিরোধী মিছিল হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

গত কয়েকদিন ধরে মিয়ানমারের বিভিন্ন সীমান্তর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী কয়েকটি গোষ্ঠীর লড়াইও তীব্রতর হয়েছে; সংঘর্ষের হাত থেকে বাঁচতে অনেকেই সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।

থাইল্যান্ডের কাছে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) মঙ্গলবার জানিয়েছে, সরকারি বাহিনী শিগগিরই তাদের ওপর বড় ধরনের আক্রমণ করবে বলে ধারণা করছে তারা।

নিরস্ত্র মানুষদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে বিশ্বের দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ‘সম্পর্ক ছিন্নের’ আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া লোকজনকে সহযোগিতা করতে প্রতিবেশী বিভিন্ন দেশ বিশেষ করে থাইল্যান্ডের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।

মিয়ানমারের উত্তরাঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কাচিন রাজ্যের একটি থানায় হামলা চালিয়েছে বলে কাচিন নিউজ গ্রুপ জানিয়েছে।

বুধবার ভোরের দিকে এ রাজ্যের মোয়েগংয়ে বেসামরিক বিক্ষোভকারীরা জান্তাবিরোধী বিক্ষোভ করেছে বলেও নিউজ গ্রুপটি জানিয়েছে।

এসব বিষয়ে মিয়ানমারের পুলিশ ও সামরিক জান্তার মুখপাত্রের মন্তব্যের জন্য ফোন করা হলেও তারা তাতে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্র মিয়ানমার দূতাবাসে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে যারা ‘অপরিহার্য নয়’ তাদেরকে এবং তাদের পরিবারকে দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমারের জান্তাবিরোধীরা বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে একটি ‘ঐক্যবদ্ধ ফ্রন্ট’ গড়ার ডাক দিয়েছে।

সীমান্তবর্তী এলাকায় ক্রিয়াশীল বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী কয়েক দশক ধরেই অধিক স্বায়ত্তশাসনের জন্য সরকারি বাহিনীগুলোর সঙ্গে লড়ছে। সামরিক বাহিনীও এ লড়াইগুলোকে তাদের ক্ষমতা দখলের পেছনে অন্যতম যুক্তি হিসেবে হাজির করছে।

“মিয়ানমারের সেনাবাহিনীই একমাত্র প্রতিষ্ঠান, যারা জাতীয় ঐক্য নিশ্চিতে সক্ষম,” বলছে তারা।

কয়েকদিন আগেই মিয়ানমার সেনাবাহিনীর উড়োজাহাজ কেএনইউ যোদ্ধাদের লক্ষ্য করে বোমা ফেলে; সংঘাতের হাত থেকে বাঁচতে সেখানকার প্রায় তিন হাজার গ্রামবাসী পরে থাইল্যান্ডে পালায়।

থাইল্যান্ডের বিরুদ্ধে এ আশ্রয়প্রার্থীদের ফের মিয়ানমারে ঠেলে পাঠানোর অভিযোগ উঠলেও ব্যাংকক এ অভিযোগ অস্বীকার করেছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মিয়ানমার ॥ নিহতদের স্মরণ বিক্ষোভকারীদের, কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১

আন্তর্জাতিক রিপোর্ট।।

মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বিভিন্ন শহরে রাতে মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে গত কয়েকদিনের সংঘর্ষে নিহতদের স্মরণ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্থিরতা বিরাজ করায় মঙ্গলবার মিয়ানমারে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের মধ্যে যারা ‘অপরিহার্য নন’ তাদের পরিবারের সদস্যসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে যে অভ্যুত্থানবিরোধী আন্দোলন চলছে তাতে এরই মধ্যে অন্তত ৫২১ জন নিহত হয়েছে।

চলতি সপ্তাহের শনিবার দেশটি একদিনে ১৪১ জনের মৃত্যুও দেখেছে বলে জানিয়েছে মিয়ানমারের ঘটনাবলী পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাস্টিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) ।

মঙ্গলবারও দেশটিতে আট বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএপিপি। এদিন মিয়ানমারের বেশ কয়েকটি শহরে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবারের বিক্ষোভের ছবিও এসেছে।

এ দিন রাতে মিয়ানমারের বিভিন্ন শহরে কারফিউ উপেক্ষা করে রাতভর মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ করেছে আন্দোলনকারীরা। বুধবার ভোরের দিকে অন্তত একটি এলাকায় জান্তাবিরোধী মিছিল হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

গত কয়েকদিন ধরে মিয়ানমারের বিভিন্ন সীমান্তর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী কয়েকটি গোষ্ঠীর লড়াইও তীব্রতর হয়েছে; সংঘর্ষের হাত থেকে বাঁচতে অনেকেই সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।

থাইল্যান্ডের কাছে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাগুলোতে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) মঙ্গলবার জানিয়েছে, সরকারি বাহিনী শিগগিরই তাদের ওপর বড় ধরনের আক্রমণ করবে বলে ধারণা করছে তারা।

নিরস্ত্র মানুষদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে চাপ সৃষ্টি করতে বিশ্বের দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ‘সম্পর্ক ছিন্নের’ আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া লোকজনকে সহযোগিতা করতে প্রতিবেশী বিভিন্ন দেশ বিশেষ করে থাইল্যান্ডের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।

মিয়ানমারের উত্তরাঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কাচিন রাজ্যের একটি থানায় হামলা চালিয়েছে বলে কাচিন নিউজ গ্রুপ জানিয়েছে।

বুধবার ভোরের দিকে এ রাজ্যের মোয়েগংয়ে বেসামরিক বিক্ষোভকারীরা জান্তাবিরোধী বিক্ষোভ করেছে বলেও নিউজ গ্রুপটি জানিয়েছে।

এসব বিষয়ে মিয়ানমারের পুলিশ ও সামরিক জান্তার মুখপাত্রের মন্তব্যের জন্য ফোন করা হলেও তারা তাতে সাড়া দেননি বলে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্র মিয়ানমার দূতাবাসে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে যারা ‘অপরিহার্য নয়’ তাদেরকে এবং তাদের পরিবারকে দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমারের জান্তাবিরোধীরা বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে একটি ‘ঐক্যবদ্ধ ফ্রন্ট’ গড়ার ডাক দিয়েছে।

সীমান্তবর্তী এলাকায় ক্রিয়াশীল বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী কয়েক দশক ধরেই অধিক স্বায়ত্তশাসনের জন্য সরকারি বাহিনীগুলোর সঙ্গে লড়ছে। সামরিক বাহিনীও এ লড়াইগুলোকে তাদের ক্ষমতা দখলের পেছনে অন্যতম যুক্তি হিসেবে হাজির করছে।

“মিয়ানমারের সেনাবাহিনীই একমাত্র প্রতিষ্ঠান, যারা জাতীয় ঐক্য নিশ্চিতে সক্ষম,” বলছে তারা।

কয়েকদিন আগেই মিয়ানমার সেনাবাহিনীর উড়োজাহাজ কেএনইউ যোদ্ধাদের লক্ষ্য করে বোমা ফেলে; সংঘাতের হাত থেকে বাঁচতে সেখানকার প্রায় তিন হাজার গ্রামবাসী পরে থাইল্যান্ডে পালায়।

থাইল্যান্ডের বিরুদ্ধে এ আশ্রয়প্রার্থীদের ফের মিয়ানমারে ঠেলে পাঠানোর অভিযোগ উঠলেও ব্যাংকক এ অভিযোগ অস্বীকার করেছে।