ফুলবাড়ীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের বিক্ষোভ
- আপডেট টাইম : ১২:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৬৪ ৫০০০.০ বার পাঠক
২২ আগস্ট(বৃহস্পতিবার)সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র সমাজ।
সম্প্রতি কোন আলোচনা ছাড়াই ভারতীয় বাঁধের পানিতে প্লাবিত হয়ে ফেনী,ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালী ও কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল ডুবে গেছে।ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ।বিলীন হয়ে গেছে ঘরবাড়ী। ভেসে গেছে গবাদি-পশু ও পুকুরের মাছ।
ভারতীয় এই আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্ররা বলেন, কোন নিয়ম-কানুন না মেনে সতর্ক না করে ভারত তাদের বাঁধ খুলে দিয়েছে।যার কারণে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।যুগ-যুগ ধরে ভারত বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করে আসছে।এই ষড়যন্ত্র তারই একটি অংশ।
এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
তিনি জানান,ভারত কোন নিয়ম কানুন না মেনে,সতর্ক না করে যেভাবে তাদের পানি ছেড়ে দিয়েছে, সেটা একেবারে অন্যায়।আমি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।