আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাহ
- আপডেট টাইম : ০৫:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ৬২ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের বলদী গ্রামের
বীর মুক্তিযোদ্ধা উমাকান্ত সরকার মারা গেছেন। ১৩ আগস্ট মঙ্গলবার বেলা আড়াই টার সময় তার নিজ বাড়িতে বার্ধক্যজনীত কারনে তিনি মারা যান। ওইদিন রাত ৮ টায় বলদী গ্রামের শ্মশান ঘাটে রাষ্ট্রিয় মর্যাদায় ওই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়।
আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুজিবুল ইসলাম ‘র উপস্থিতিতে আজমিরীগঞ্জ থানার এস আই ভূমেন্দ্র চন্দ্র বর্মনের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্ত সরকার, সুরেন্দ্র কুমার সরকার, নগেন্দ্র দাস, মনিন্ড দাস, সাংবাদিক রাম কৃষ্ণ তালুকদার, গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। কোন সন্তান না থাকায় মৃত্যুকালে তিনি শুধুমাত্র স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।