সহিংসতার অবসানে ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
- আপডেট টাইম : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৪৪ ৫০০০.০ বার পাঠক
গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন।
গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সহিংসতার অবসানে ড. ইউনূসের আহবানকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।’
ড. ইউনূসের নেতৃত্ব দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: যুক্তরাষ্ট্র
তিনি জানান, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ওয়াশিংটন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফারভে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ-গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তবে তিনি ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন কী না, তা জানাননি মিলার।
বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কী না, এ প্রশ্নের জবাবে মিলার জানান, তিনি গোপনীয় কূটনীতিক আলোচনা নিয়ে মন্তব্য করবেন না।