গাজীপুরে সড়কে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন ও আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা
- আপডেট টাইম : ০৮:৪১:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১২৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের বিভিন্ন সড়ক থেকে ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করেন।
বুধবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর শহরের জয়দেবপুর সড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কোনাবাড়ি, কালিয়াকৈর, মাওনা এলাকায় নিজ নিজ দায়িত্বে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা।
মহাসড়কের ময়লা আবর্জনা অপসারণ করতে আসা শিক্ষার্থীরা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণে কাজ করছেন। তারা ঝাড়ু দিয়ে মহাসড়ক পরিষ্কার করছেন। ময়লা আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে ফেলছেন। এ সময় তাদের পানি ও শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে গাজীপুরে অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হওয়া এসব এলাকা পরিষ্কার শুরু হয় গতকাল মঙ্গলবার থেকে। শিক্ষার্থীদের সঙ্গে এসব কাজে যোগ দেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এলাকাবাসী বলছেন, সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীরা মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আমাদের উচিৎ শিক্ষার্থীদের সাথে সহযোগিতা করা।