কালিয়াকৈরে বিএনপি’র বদনাম হবে এমন কিছু করা যাবে না: হেলাল উদ্দিন
- আপডেট টাইম : ০৬:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ৪৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (৬ আগস্ট) মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের কোন নেতাকর্মী কোথাও কোন বিশৃঙ্খলা করবেন না। কোন গুজবে কান দিবেন না। বিএনপি হলো জনবান্ধব দল। এই দলের কোন রকম বদনাম হবে এমন কোন কিছু করবেন না।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে মিথ্যা মামলা থেকে ইতিমধ্যেই মুক্তি দেয়া হয়েছে। সারা বাংলাদেশে এই পর্যন্ত যত নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে সবাইকে মুক্তি দিতে হবে। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে বিএনপির নেতাকর্মীদের মুক্তির মাধ্যমে সারা বাংলাদেশের জেলখানা খালি হয়ে যাবে। শহীদ জিয়ার আদর্শের কর্মীরা আবার এই স্বাধীন বাংলার মাটিতে চলাচল করবে।
তিনি আরও বলেন, যে পর্যন্ত অন্তবর্তীকালীন সরকার গঠন না হবে, সেই পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাবো না। প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষনা করে, দেশে ‘ র’ এর এজেন্টরা যে অরাজকতা সৃষ্টি করছে, তার প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধৈর্যের সাথে মোকাবেলা করবেন, কোন স্থাপনায় আঘাত করবেন না।
বক্তব্যের শেষাংশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হেলাল উদ্দিন বলেন, ইতিমধ্যেই দেখেছেন অন্যায়কারীদের কি অবস্থা হয়, হাঁফ প্যান্ট নিয়েও পালাতে পারেনি। সূতরাং দলের কোন রকম বদনাম হবে এমন কোন কিছু করবেন না।
এর আগে বক্তব্যে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, প্রসাশনকে আমাদের দেশের ছাত্র সমাজ যে আল্টিমেটাম দিয়েছিলেন, চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য। কিন্তু এখনও তা হয় নাই। এরমধ্যে দুরবসন্ধি কোন কিছু থাকতে পারে বলে মনে করছি। তাই আগামীকালের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার না দেয়া হয়, তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে বর্তমান প্রশাসনকে চাপের মুখে রেখে অন্তর্বর্তীকালীন সরকার আদায় করতে হবে।
সরকার পতনের আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ ও জনগণের যে ভূমিকার মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এজন্য ছাত্র সমাজ ও জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন পারভেজ আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান খোকন ও বিএনপির শত শত নেতাকর্মীরা।