ঢামেকে চিকিৎসাধীন গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট টাইম : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।
ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।
আজ রোববার তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসকরা বিকাল ৩টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসা শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, যিনি নিহত হয়েছেন, তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী। রাজধানীর জিগাতলা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে তিনি মারা যান।
নিহত আব্দুল্লাহ রাজধানীর কলতাবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু বকর।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া সময়ের কণ্ঠকে বলেন,এক যুবক হাসপাতালে মারা গেছেন। এর বেশি কিছুই জানি না।’