কেরালায় ভূমিধসে মৃত বেড়ে ১৬৩, এখনো ১৮০ জনেরও বেশি নিখোঁজদ

- আপডেট টাইম : ০৬:১৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার ভোরে ওয়েনাড জেলার মুনডাক্কাই, চুরালমালা, আত্মামালা ও নুলপুঝা গ্রামে ভূমিধস আঘাত হানে। এতে ধ্বংস হয়েছে অন্তত ৩০০ বাড়ি।
ভারতের কেরালা অঙ্গরাজ্যের ওয়েনাড জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ হয়েছে। এখনো নিখোঁজ আছেন ১৮০ জনেরও বেশি মানুষ। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি।
কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেক মানুষ ভাঙা পাথর ও আবর্জনার নিচে চাপা পড়ে আছেন।
আজ বুধবার উদ্ধারকর্মীরা বড় বড় পাথর ও কাদার ভেতর থেকে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।
উদ্ধারকর্মীদের মধ্যে আছে সেনাবাহিনী, নৌবাহিনী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা। তারা যৌথভাবে এই উদ্ধার কার্জক্রমে অংশ নিচ্ছেন।
কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার ভোরে ওয়েনাড জেলার মুনডাক্কাই, চুরালমালা, আত্মামালা ও নুলপুঝা গ্রামে ভূমিধস আঘাত হানে। এতে ধ্বংস হয়েছে অন্তত ৩০০ বাড়ি।
ওয়েনাড সবুজ বনানি, উঁচু পর্বত ও দৃষ্টিনন্দন ঝর্ণাধারার জন্য পরিচিত একটি জেলা। এখানে প্রায় আট লাখ ১৭ হাজার মানুষের বসবাস। ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বেশ কয়েকধরনের সংস্কৃতির সন্নিবেশ ঘটেছে ওয়েনাডে।