ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা
- আপডেট টাইম : ০৮:৩৩:০১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ৬৩ ৫০০০.০ বার পাঠক
ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের বসতে দেয়নি পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজের সামনে অভিভাবকদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ব্যাপক প্রাণহানির ঘটনায় ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে এই অবস্থান কর্মসূচি ডাকা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের বসতে দেয়নি পুলিশ।
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, তারা তাদের সন্তানদের হত্যার প্রতিবাদে নীরব অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন।
তিনি দত্ত গণমাধ্যমকে বলেন, ‘আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম আমাদের মাত্র ১০ মিনিটের জন্য অবস্থানের জন্য অনুমতি দিতে। কিন্তু তারা এটাও করতে দেয়নি। প্রতিবাদ জানাতে যে কোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে। সংবিধান এর নিশ্চয়তা দেয়।’
ডিএমপির এডিসি (রমনা জোন) মো. আকতারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অভিভাবকরা ডিএমপি থেকে অনুমতি না নেওয়ায় তারা অবস্থান কর্মসূচির পালন করতে দিচ্ছেন না।
তিনি বলেন, ‘অনুমতি ছাড়া, আমরা এখানে তাদেরকে প্রোগ্রাম করাতে দিতে পারি না।’
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের দেখতে যান অভিভাবকরা।