হিজবুল্লাহ আর ‘সন্ত্রাসী গোষ্ঠী’ নয়, ঘোষণা আরব লীগের
- আপডেট টাইম : ০৪:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ৮৪ ৫০০০.০ বার পাঠক
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আর ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করবে না আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ। ইসরাইল ও লেবানন যুদ্ধের উত্তেজনার মধ্যে শনিবার (২৯ জুন) জোটটির সহকারী মহাসচিব হোসাম জাকি এ ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির।
বৈরুত সফরের একদিন পর এক মিশরীয় টিভি চ্যানেল আল-কাহেরাকে হোসাম জাকি বলেন, আরব লীগ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। সিদ্ধান্তটি রেজ্যুলেশনেও প্রতিফলিত হয়েছিল। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে হিজবুল্লাহর সঙ্গে যোগযোগও ছিন্ন করা হয়।’
জাকি আরও বলেন, ‘আরব লীগের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহর ওপর ‘সন্ত্রাসী সংগঠন’র এ তকমা আর প্রযোজ্য হবে না।’
লেবাননের সংবাদপত্র আল আখবার জানায়, শুক্রবার (২৮ জুন) বৈরুত সফরে যান জাকি। সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংযুক্ত লয়ালটি ও রেজিস্ট্যান্স ব্লকের প্রধান মুহাম্মদ রাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এর মধ্যদিয়ে এক দশকেরও বেশি সময়ের পর আরব লীগ ও হিজবুল্লাহর মধ্যে যোগাযোগ হলো। সবশেষ ২০১৬ সালে হিজবুল্লাহর নেতা রাদ ও আরব লীগ সহকারী মহাসচিব জাকির বৈঠক হয়।
ওই বছরই সৌদি আরবের উদ্যোগে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দেয় আরব লীগ। সে সময় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের পাশাপাশি ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছিল।
গাজায় হামলার শুরু থেকেই প্রতিবাদ হিসেবে ইসরাইলি সীমান্তবর্তী অঞ্চলগুলোয় রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে প্রতিরোধে লেবাননেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইল।
গত অক্টোবর থেকে এ পর্যন্ত সাড়ে তিনশো হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। হিজবুল্লাহর হামলা ঠেকাতে লেবানন সীমান্তে সেনা পাঠাচ্ছে ইসরাইল। ফলে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
এমন পরিস্থিতিতে সৌদি আরবসহ সাতটি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া আরও পাঁচটি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে।
এ অবস্থায় ইরানের জাতিসংঘের মিশন হুমকি দেয়, যদি লেবাননে হামলা চলতে থাকে, তাহলে ইসরাইলকে ধ্বংসের যুদ্ধ শুরু হবে। ইরান সতর্ক করে বলেছে, লেবাননে হামলা হলে ইরানের সব প্রতিরোধ বাহিনী ও মিত্ররা ইসরাইলকে মোকাবিলা করবে।
ইরানের হুমকির পাল্টা জবাবে শনিবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, যে ধ্বংসের হুমকি দিচ্ছে সে সরকারই ধ্বংস হবে।