কালিয়াকৈরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা
- আপডেট টাইম : ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ৯৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারটেক এলাকায় বন বিভাগের জমির উপর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ভেঙে দেয়ার জেরে বন বিভাগের ৮ কর্মকর্তা ও কর্মচারীদের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে।
বন বিভাগ সূত্রে জানা যায়, (৩০ মে) বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের আওতাধীন কালামপুর খাজারটেক এলাকায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীরা এসে হঠাৎ বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উচ্ছেদ অভিযানে থাকা বন বিভাগের ৮ কর্মকর্তা ও কর্মচারী আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেমের নেতৃত্বে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীসহ প্রায় দেড় দুইজন লোক মিলে এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।