২৬শে মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- আপডেট টাইম : ০৬:৫৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ৩২৪ ৫০০০.০ বার পাঠক
সাইফুল ইসলাম বিপ্লবী স্টাফ রিপোর্টার।।
ছয় বছর পর আবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুইদিনের এই সফরে কোন চুক্তি না হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
১৯৭১-এ বিজয় দিবসের আগেই ৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে নতুন ভূখণ্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত, শুরু হয় কূটনৈতিক সম্পর্ক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই সম্পর্কের অর্ধশতবর্ষ উদযাপন করছে দুই দেশ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুক্রবার (২৬ মার্চ) আসছেন ভারতের প্রধানমন্ত্রী।
২০১৫ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বাংলাদেশ সফর করেন মোদী। সে সময় বহু প্রতীক্ষিত ছিটমহল বিনিময় চুক্তির মধ্য দিয়ে দুই দেশের সীমানা বিরোধ নিষ্পত্তি হয়।
২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আবারও আসছেন নরেন্দ্র মোদী। তার এই সফরে কোনো চুক্তি না হলেও পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়েছে অমীমাংসিত বিষয়গুলোতে মর্যাদাপূর্ণ সমাধান হবে বলে আশা করে দুই দেশের সরকার।
নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। মাত্র ৮ বছরে বয়সে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরে ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে আরএসএস এ যোগ দেন।
১৯৮৫ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন নরেন্দ্র মোদী। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পর পর চারবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা মোদী ২০১৪ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।