ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ মেংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন বানচালে সক্রিয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল প্রদর্শন হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩ কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ অনুষ্ঠান ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন: ডা. শফিকুর রহমান

অবনীন্দ্র সভাঘরে,‌ কবি সাতকর্ণী ঘোষের গ্রন্থ প্রকাশিত হলো… এই তুমি সমগ্র জীবন।

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / ৭৩ ৫০০০.০ বার পাঠক

আজ ২০শে মে সোমবার, ঠিক বিকেল পাঁচটায় চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভাঘরে, অনুবাক আয়োজিত, অমিলান্তি প্রকাশনীর সহযোগিতায় কবি সাতকর্ণী ঘোষের একটি গ্রন্থ প্রকাশিত হলো… এই তুমি সমগ্র জীবন।

এই বইটির মোড়ক উন্মোচন করলেন, বিশিষ্ট কবি ও পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি সভাপতি সুবোধ সরকার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় বেতার ও দূরদর্শন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজল সুর ,সম্রাট দত্ত, অবন্তিকা পাল , সংগীতে শিশির ঘোষ দস্তিদার, সঞ্চালনায় চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় ও রাকেশ শর্মা,
অনুষ্ঠান শুরু হয় একটি সংগীতের মধ্য দিয়ে, এরপর একে একে অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ,স্মারক ও মিষ্টি দিয়ে,
কবি সাতকর্ণী ঘোষ কে সম্মান জানাতে, বিভিন্ন জেলা থেকে কবিরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই সাতকর্ণী ঘোষের কবিতার উচ্চারণে একটি করে কবিতা পাঠ করলেন। আজকের এই কবিতা গ্রন্থটি একটু অন্য ধরনের মাত্রা সবাইকে এনে দিয়েছে, কারণ কবি সাতকর্ণী ঘোষের কুড়িটি গ্রন্থ থেকে নেওয়া কবিতা দিয়ে এই গ্রন্থ প্রকাশিত।

যাহারা আজ সাতকর্ণী ঘোষের কবিতার উচ্চারণে কবিতা পাঠ করে শুনিয়েছেন, তাহাদের মধ্যে ছিলেন, বিপ্লব চক্রবর্তী , কৃষ্ণা জানা, স্মৃতিলেখা ভূঁইয়া ,সোমা ঘোষ ,শবরী মুখার্জি ,স্বপ্না সাহা, মৌসুমী দত্ত মজুমদার ,অস্মিতা গাঙ্গুলী ,মধুমিতা বসু,, বর্ণালী চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য ,রুমকী ভট্টাচার্য ,নন্দিনী সাহা, দেবাশীষ ঘোষ ,পূবালী ধর, সহ অন্যান্যরা।

কবিকণ্ঠে ও কবিতায় শুনিয়েছেন, পিনাকী রায়, অনুরাধা ভট্টাচার্য, রিনা গিরি, প্রতিভা গাঙ্গুলী, উর্মি ঘোষ, অংশুমান চক্রবর্তী ,জুলি লাহিড়ী সহ অন্যান্যরা।

যে সকল অতিথিরা আজকে মঞ্চে উপস্থিত ছিলেন, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে একটা কথাই উঠে আসে, সাতকর্ণী ঘোষ যেমন একজন কবি, তেমনি তাহার অবদান অনেক কিছুতেই রয়েছে, যিনি শুধু একাই পথ চলেন না ,সকল প্রজন্মের কবিদের নিয়ে পথচলা শুরু করেছেন, যার এখনো পর্যন্ত ২৪ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, কলকাতা যীশু থেকে শুরু করে, একে একে কবিদের আবখ্য মূর্তি প্রতিষ্ঠা করে চলেছেন, যিনি কোনদিন থেমে থাকেননি, কিছুতেই সকলকে নিয়ে পথচলা চেষ্টা করেন, সকল কবিদের নিয়ে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করে চলেছেন, শুধু অবনীন্দ্র সভা ঘরে নয়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পৌঁছে গেছেন কবি সাতকর্ণী ঘোষ। সেই সকল জেলার মঞ্চে তিনি এরকম অনুষ্ঠান করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আজ যে গ্রন্থ প্রকাশিত হলো, আমাদের কাছে একটা অন্য ভাবনা ও চিন্তা এনে দিলেন। আগামী দিনে আরো কবিদের নিয়ে এগিয়ে চলুক এই কামনা করি।
এর সাথে সাথে কবি সাতকর্ণী ঘোষ জানান, কোন কিছুই একার পক্ষে সম্ভব নয়, যদি এইভাবে আমার পাশে সবাই না দাঁড়াতো। তাই সকল কে আমার কৃতজ্ঞতা।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অবনীন্দ্র সভাঘরে,‌ কবি সাতকর্ণী ঘোষের গ্রন্থ প্রকাশিত হলো… এই তুমি সমগ্র জীবন।

আপডেট টাইম : ০৫:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

আজ ২০শে মে সোমবার, ঠিক বিকেল পাঁচটায় চারুকলা পর্ষদের অবনীন্দ্র সভাঘরে, অনুবাক আয়োজিত, অমিলান্তি প্রকাশনীর সহযোগিতায় কবি সাতকর্ণী ঘোষের একটি গ্রন্থ প্রকাশিত হলো… এই তুমি সমগ্র জীবন।

এই বইটির মোড়ক উন্মোচন করলেন, বিশিষ্ট কবি ও পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি সভাপতি সুবোধ সরকার,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় বেতার ও দূরদর্শন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজল সুর ,সম্রাট দত্ত, অবন্তিকা পাল , সংগীতে শিশির ঘোষ দস্তিদার, সঞ্চালনায় চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায় ও রাকেশ শর্মা,
অনুষ্ঠান শুরু হয় একটি সংগীতের মধ্য দিয়ে, এরপর একে একে অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ,স্মারক ও মিষ্টি দিয়ে,
কবি সাতকর্ণী ঘোষ কে সম্মান জানাতে, বিভিন্ন জেলা থেকে কবিরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই সাতকর্ণী ঘোষের কবিতার উচ্চারণে একটি করে কবিতা পাঠ করলেন। আজকের এই কবিতা গ্রন্থটি একটু অন্য ধরনের মাত্রা সবাইকে এনে দিয়েছে, কারণ কবি সাতকর্ণী ঘোষের কুড়িটি গ্রন্থ থেকে নেওয়া কবিতা দিয়ে এই গ্রন্থ প্রকাশিত।

যাহারা আজ সাতকর্ণী ঘোষের কবিতার উচ্চারণে কবিতা পাঠ করে শুনিয়েছেন, তাহাদের মধ্যে ছিলেন, বিপ্লব চক্রবর্তী , কৃষ্ণা জানা, স্মৃতিলেখা ভূঁইয়া ,সোমা ঘোষ ,শবরী মুখার্জি ,স্বপ্না সাহা, মৌসুমী দত্ত মজুমদার ,অস্মিতা গাঙ্গুলী ,মধুমিতা বসু,, বর্ণালী চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য ,রুমকী ভট্টাচার্য ,নন্দিনী সাহা, দেবাশীষ ঘোষ ,পূবালী ধর, সহ অন্যান্যরা।

কবিকণ্ঠে ও কবিতায় শুনিয়েছেন, পিনাকী রায়, অনুরাধা ভট্টাচার্য, রিনা গিরি, প্রতিভা গাঙ্গুলী, উর্মি ঘোষ, অংশুমান চক্রবর্তী ,জুলি লাহিড়ী সহ অন্যান্যরা।

যে সকল অতিথিরা আজকে মঞ্চে উপস্থিত ছিলেন, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে একটা কথাই উঠে আসে, সাতকর্ণী ঘোষ যেমন একজন কবি, তেমনি তাহার অবদান অনেক কিছুতেই রয়েছে, যিনি শুধু একাই পথ চলেন না ,সকল প্রজন্মের কবিদের নিয়ে পথচলা শুরু করেছেন, যার এখনো পর্যন্ত ২৪ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, কলকাতা যীশু থেকে শুরু করে, একে একে কবিদের আবখ্য মূর্তি প্রতিষ্ঠা করে চলেছেন, যিনি কোনদিন থেমে থাকেননি, কিছুতেই সকলকে নিয়ে পথচলা চেষ্টা করেন, সকল কবিদের নিয়ে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করে চলেছেন, শুধু অবনীন্দ্র সভা ঘরে নয়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পৌঁছে গেছেন কবি সাতকর্ণী ঘোষ। সেই সকল জেলার মঞ্চে তিনি এরকম অনুষ্ঠান করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আজ যে গ্রন্থ প্রকাশিত হলো, আমাদের কাছে একটা অন্য ভাবনা ও চিন্তা এনে দিলেন। আগামী দিনে আরো কবিদের নিয়ে এগিয়ে চলুক এই কামনা করি।
এর সাথে সাথে কবি সাতকর্ণী ঘোষ জানান, কোন কিছুই একার পক্ষে সম্ভব নয়, যদি এইভাবে আমার পাশে সবাই না দাঁড়াতো। তাই সকল কে আমার কৃতজ্ঞতা।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা