ঠাকুরগাঁও রুহিয়ার বসত ঘর পুড়ে ছাই

- আপডেট টাইম : ০১:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / ৯৯ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আটটি বসত বাড়ি পুড়ে ছায় হয়ে গেছে। এতে প্রায় ক্ষয়ক্ষতি সংখ্যা ১৫-২০ লক্ষ টাকা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের তালতলি এলাকায় মঙ্গলু চন্দ্র বমর্ণের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্র পাত হয়। দ্রুত আগুন লেলিহান পাশের ইন্দ্র বর্মন চন্দ্র বর্মন দেবারু বর্মন তৈলক বর্মন ও তরানী বর্মনের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে নগত টাকা আসবাবপত্র সহ চাউল জামা কাপড় সহ পুড়ে ছায় হয়ে যায়। এদিকে আগুন নিভাতে স্থানীযরা আসে তা নিভানোর চেষ্টা করেন তা ব্যর্থ হয়। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগেই সব কিছু পুড়ে চায় হয়ে যায়। আটোয়ারী ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম বলেন ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের স্টেশন অনেক দূরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।