আশুলিয়ায় সংসদসদস্যের নির্দেশনায় অবহেলিত জনপদে চকচকা রোড
- আপডেট টাইম : ০১:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ৯৩ ৫০০০.০ বার পাঠক
ঢাকা -১৯ আসনের মাননীয়(সংসদ সদস্য)আশুলিয়া থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা (সাধারণ সম্পাদক)মুহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশেক্রমে অবহেলিত জনপদে চকচকা রোড নির্মান।
ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের (সহ-সভাপতি)
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ড এর সফল ও জনপ্রিয় মেম্বার মোঃ শফি উদ্দীনের নেতৃত্বে।তার নির্বাচনীয় এলাকা ৯ নং ওয়ার্ড এর ডগর তলী হজরত আলীর জমি হইতে কন্ডা বড় খাল পযর্ন্ত(এইচ বি বি করন) রাস্তার সংস্কার কাজ চলমান।
মেম্বার শফি উদ্দিন বলেন,জনগনের সুখে দুঃখে সর্ব বিষয়ে পাশে থাকা ব্যাক্তি মাননীয় এমপি মহোদয়।ঢাকা-১৯ আসনে জনগনের ভাগ্য সুপরিসন্ন যে এমন একজন এমপি পাওয়া।যিনি একজন সংসদসদস্য হয়েও জনসেবা দিয়ে যাচ্ছেন চায়ের দোকানে বসে।এসি রুমে নয় জনগনের পাশে থেকেই জনসেবা।তার বিশেষ কিছু কাজের নমুনা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।তিনি সকল মানুষের কথা ভাবেন,টিসিবির পন্য শুক্রবারে না দেওয়ার কারনে গার্মেন্টস শ্রমিকেরা বঞ্চিত হয়।তিনি চেষ্টা করে যাচ্ছেন শুক্রবারে টি সি বির পন্য বিতরন করার জন্য। এমনই হাজারো তথ্য নিয়ে দেখভাল করে যাচ্ছেন সকল কাজ।ইতিমধ্যে ঢাকা-১৯ আসনে অগনিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।সকল কাঁচা মসজিদ মাদ্রাসা মন্দীর সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অতিদ্রুত পাকাকরন করা হবে ইনশাআল্লাহ।আমার এলাকায় কোনো এক সময় একটি রিকশা আসতো না,ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদসদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর সৌজন্যে এখন ইনশাআল্লাহ বড় বড় ট্রাক চলে।এলাকার জনগন মাননীয় এমপি মহোদয় কে গরীবের বন্ধু হিসাবে চেনে।দোয়া রহিলো মাননীয় এমপি মহোদয় এর জন্য।আল্লাহর তার সকল কাজের পরিকল্পনা সফল করার তৌফিক দান করুন।আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করি।আপনি ও আপনার মঙ্গলকামনায় মেম্বার শফি উদ্দিন ৯ নং ওয়ার্ড ধামসোনা(সহ-সভাপতি)ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ।