কালিয়াকৈরে পিটিয়ে এক যুবকে আহত করেছে
- আপডেট টাইম : ০২:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১২৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে হৃদয় হাসান নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে । ওই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,
কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত হৃদয় হাসানের সাথে পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছে। একি এলাকার মোঃ আনিস মিয়ার সাথে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় মোঃ আনিস (৬০), কুলসুম বেগম (৫৫)মমিন হান্নান ওরফে সাধু (৫০), সেলিম সরকার( ৪০), আকিব (২২) তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথাড়ি ভাবে হৃদয় হাসানকে মারপিট করে মাথা, পিঠ হাত সহ শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা রক্তাক্ত জখম করে । ঐ সময় হৃদয় হাসানের ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা চলে যায়। স্থানীয়রা আহত হৃদয় হাসানকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই ঘটনায় আহত হৃদয় হাসানের বাবা মোঃ হাসমত আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিবাদী আনিস রহমানের সাথে মুটো ফোনে জানতে চাইলে আনিস রহমান জানান, মারপিটের ঘটনা ঘটেছে। তবে আমি মোবাইল ফোনে কোন কিছু বলতে পারবো না।
কালিয়াকৈর থানার এস আই রাফসান মোল্লা জানান, ওই ঘটনায় একজনকে পিটিয়ে আহত করেছে এই বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
তারিখ ৮/৫/২০২৪