ভোটের আগে বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কলেজ পড়ুয়া
- আপডেট টাইম : ০১:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ৭৫ ৫০০০.০ বার পাঠক
গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস সদস্যরা নরেন্দ্রপুর পাঁচ পোতা র বাহান্ন পল্লী তে। সেখানে কলকাতার আশুতোষ কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র হিরমণ্ময় লস্করের বাড়ি থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র। যার মধ্যে রয়েছে একটি লঙ মেশিন গান ও দুটি ৯এম, এম পিস্তল ও পাঁচ কেজি তাজা বারুদ এবং ৫০টি, তাজা কার্তুজ সহ অন্যান্য সরমজাম। এদিন বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস এর ডি এস পি ফয়সাল বিন আহমেদ জানান যে, ধৃত হিরমণ্ময় লস্কর এর আগে খুনের ঘটনায় ২০১৯,সালে, গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে যুক্ত থাকার কারণে বিজয় হালদার নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করা হয়। যার ডাক নাম ভূতম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের স্পেশাল ফোর্সেস সদস্যরা আগামী ১লা, জুন লোকসভা নির্বাচনে র আগে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তার সাফল্য অর্জন হিসেবে আজকের এই বেআইনি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের বারুইপুর জেলা পুলিশের আদালতে তোলা হবে এবং তাদেরকে পুলিশের রিমান্ডে নেয়া হবে বলে জানানো হয়েছে। তাদেরকে জিগেস করে জানা যাবে তাদের সাথে কোন অন্ত রাজ্যের অস্ত্র ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ রয়েছে কি না।