ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের

জামালপুরে নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ বাড়ছে

জামালপুরে জেলা থেকে
  • আপডেট টাইম : ০৬:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ১৩২ ৫০০০.০ বার পাঠক

কৃষক স্বনির্ভর প্রকল্পে সরকার নিরাপদ বিষমুক্ত সবজি চাষ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় জামালপুর জেলার ৭টি উপজেলায় নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ ব্যপক ভাবে বেড়েছে। এ প্রকল্পে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ব্যপক সহায়তা করায় কৃষকের বাড়ীর আঙ্গিঁনা থেকে ফসলি জমিতে ঝিঙ্গেঁর সমারোহ ঘটেছে।
জানা যায়,জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলার চরাঞ্চল গুলোতে ব্যপক ঝিঙ্গেঁ চাষ হয়েছে পাশাপাশি ফলনও হয়েছে বাম্পার। সরেজমিনে, লক্ষিরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চর যথার্থপুর, চর গজারিয়া ও সাহেবেরচর ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয় তারা এ প্রতিবেদক কে বলেন,নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষে কৃষি বিভাগ ব্যপক সহায়তা করেছেন। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পোকা মাকুড় দমনে ফাঁদ পদ্ধতি শিখিয়ে দেয়ায় নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ করে কৃষকরা ব্যপক লাভবান হয়েছে। লক্ষীরচরের কৃষক ফারুক(৪০) আসাদ মিয়া(৪৮) জানান এবার ঝিঙ্গেঁ চাষ ব্যপকভাবে বেড়েছে। ফলন হয়েছে বাম্পার। কৃষি বিভাগের সহযোগিতার কারনে ঝিঙ্গেঁ অর্থকরী ফসলে পরিনত হয়েছে।
সরকারের ফসল প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়ন করেছে। এ উপজেলা গুলোর প্রায় সব চরাঞ্চলে নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ হয়েছে। সরেজমিনে ডাংধরা পাররামপুর, হাতিবান্দা, বগারচর, মেরুরচর, নাংলা, মেষ্টা, বালিজুড়ি সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে কথা দেখা গেছে,এমন কোন বাড়ি নেই ঝিঙ্গেঁ গাছ ছাড়া। বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে ঝিঙ্গেঁ গাছের বাগান। গাছে ঝুলছে ঝিঙ্গেঁ আর ঝিঙ্গেঁ। ঝিঙ্গের বাম্পার ফলন সম্পর্কে কৃষক সাদেক আলী(৫০) জানান, আওয়ামীলীগ কৃষক বান্ধব সরকার। কৃষকদের স্বনির্ভরতা করার লক্ষ্যে নিরাপদ বিষমুক্ত সবজি চাষ প্রকল্প গ্রহন করেছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সহায়তা করায় ঝিঙ্গের বাম্পার ফলন হয়েছে। তিনি আরো বলেন, ঝিঙ্গে নিরাপদ বিষম্ক্তু হওয়ায় বাজারে ব্যপক চাহিদা। বাজারে নেয়া মাত্র শেষ হয়ে যায়। ঝিঙ্গেঁর বেশি দাম পাওয়ায় অধিকাংশ কৃষকের মধ্যে স্বচ্ছলতা ফিরে এসেছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জামালপুরে নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ বাড়ছে

আপডেট টাইম : ০৬:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

কৃষক স্বনির্ভর প্রকল্পে সরকার নিরাপদ বিষমুক্ত সবজি চাষ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় জামালপুর জেলার ৭টি উপজেলায় নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ ব্যপক ভাবে বেড়েছে। এ প্রকল্পে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে ব্যপক সহায়তা করায় কৃষকের বাড়ীর আঙ্গিঁনা থেকে ফসলি জমিতে ঝিঙ্গেঁর সমারোহ ঘটেছে।
জানা যায়,জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলার চরাঞ্চল গুলোতে ব্যপক ঝিঙ্গেঁ চাষ হয়েছে পাশাপাশি ফলনও হয়েছে বাম্পার। সরেজমিনে, লক্ষিরচর, রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চর যথার্থপুর, চর গজারিয়া ও সাহেবেরচর ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয় তারা এ প্রতিবেদক কে বলেন,নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষে কৃষি বিভাগ ব্যপক সহায়তা করেছেন। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পোকা মাকুড় দমনে ফাঁদ পদ্ধতি শিখিয়ে দেয়ায় নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ করে কৃষকরা ব্যপক লাভবান হয়েছে। লক্ষীরচরের কৃষক ফারুক(৪০) আসাদ মিয়া(৪৮) জানান এবার ঝিঙ্গেঁ চাষ ব্যপকভাবে বেড়েছে। ফলন হয়েছে বাম্পার। কৃষি বিভাগের সহযোগিতার কারনে ঝিঙ্গেঁ অর্থকরী ফসলে পরিনত হয়েছে।
সরকারের ফসল প্রকল্প কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়ন করেছে। এ উপজেলা গুলোর প্রায় সব চরাঞ্চলে নিরাপদ বিষমুক্ত ঝিঙ্গেঁ চাষ হয়েছে। সরেজমিনে ডাংধরা পাররামপুর, হাতিবান্দা, বগারচর, মেরুরচর, নাংলা, মেষ্টা, বালিজুড়ি সহ আরো বেশ কয়েকটি এলাকা ঘুরে কথা দেখা গেছে,এমন কোন বাড়ি নেই ঝিঙ্গেঁ গাছ ছাড়া। বাড়ীর আঙ্গিনা থেকে ফসলি জমিতে ঝিঙ্গেঁ গাছের বাগান। গাছে ঝুলছে ঝিঙ্গেঁ আর ঝিঙ্গেঁ। ঝিঙ্গের বাম্পার ফলন সম্পর্কে কৃষক সাদেক আলী(৫০) জানান, আওয়ামীলীগ কৃষক বান্ধব সরকার। কৃষকদের স্বনির্ভরতা করার লক্ষ্যে নিরাপদ বিষমুক্ত সবজি চাষ প্রকল্প গ্রহন করেছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সহায়তা করায় ঝিঙ্গের বাম্পার ফলন হয়েছে। তিনি আরো বলেন, ঝিঙ্গে নিরাপদ বিষম্ক্তু হওয়ায় বাজারে ব্যপক চাহিদা। বাজারে নেয়া মাত্র শেষ হয়ে যায়। ঝিঙ্গেঁর বেশি দাম পাওয়ায় অধিকাংশ কৃষকের মধ্যে স্বচ্ছলতা ফিরে এসেছে।