আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
- আপডেট টাইম : ০৫:৫৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১২৩ ৫০০০.০ বার পাঠক
আগামী ৮মে অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ১ম ধাপের নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) হবিগঞ্জের জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে মোঃ আলাউদ্দিন মিয়া (কাপ পিরিচ) মোঃ ডাঃ লোকমান মিয়া (দোয়াত কলম) মোঃআকবর হোসেন (ঘোড়া) মোঃ মর্ত্তুজা হাসান (আনারস) মোঃ ডাঃ রেজাউল করিম (মটর সাইকেল) মোঃ
আলী আমজাদ তালুকদার ( মাছ)
হীরেন্দ্র পুরকায়স্থ ( বই), শাজাহান মিয়া( টিয়া পাখি) জাহিদ হাসান জীবন(চশমা), মিলোয়ার হোসেন( তালা) কালীপদ পাল( টিউবওয়েল) আব্দুল জলিল( বৈদ্যুতিক বাল্ব) , এবং হারুনুর রশিদ( মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট রোকসানা আক্তার শিখা ( হাস), মাহমুদা আক্তার রেফা (ফুটবল) ও সীমা রানী সরকার ( প্রজাপতি)।
আজমিরীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪ শত ৮২ জন। পুরুষ ভোটার সংখ্যা ৪৮ হাজার ৭ শত ২৫ জন, মহিলা ভোটার সংখ্যা ৪৭ হাজার ৩ শত ২ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি।