সংবাদ শিরোনাম ::
আমতলীতে গাছ কাটার অভিযোগ
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:১০:৫৭ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ২৫০ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া এলাকার বন্য নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে উজার করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মন্টু হাওলাদার ও তার ভাই মামুন হাওলাদার এ গাছ কেটে নেন বলেন জানান স্থানীয়রা। খবর পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লোকজন ঘটনাস্থল গিয়ে গাছ কাটতে বাঁধা দেয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে ৯ টি গাছ কেটে নিয়ে গেছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (এসও) মোঃ আক্তার হোসেন বলেন, বন্যা নিয়ন্ত্রন বাঁধের গাছ কাটতে নিষেধ করা সত্ত্বেও স্থানীয় মন্টু হাওলাদার ও তার ভাই মামুন হাওলাদার ৯ টি গাছ কেটে নিয়ে গেছে। এদের বিরুদ্ধে আমতলী থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো খবর.......