পঞ্চগড় উপজেলা নির্বাচন প্রথম ধাপে মনোনয়ন দাখিল ১১ প্রার্থীর পঞ্চগড়:
- আপডেট টাইম : ০৯:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৫৫ ৫০০০.০ বার পাঠক
প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের মধ্যে পঞ্চগড় সদর
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীগন বিকাল ৪ ঘটিকার মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ১৫ এপ্রিল রোজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনোয়ন পত্র দাখিল করেন ৪জন প্রার্থী তাদের মধ্যে সাবেক চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, মোঃ নুরুল হুদা, এএস মোঃ শাজানেওয়াজ প্রধান, শ্রী সুমন চন্দ্র রায়, মোঃ আবু দাউদ প্রধান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনোয়ন পত্র দাখিল করেন ২ জন প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক ও মোঃ মাসুদ পারভেজ।
উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনোয়ন পত্র দাখিল করেন ৪জন তাদের মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, নাসিমা খাতুন, মোছাঃ কাজল রেখা, মোছাঃ সাবিনা ইয়াসমিন,
উপজেলা নির্বাচন অফিসার মোঃ জায়েদ ইবনে আবুল ফজল উপজেলা নির্বাচন অফিস পঞ্চগড় সদর, পঞ্চগড়, তিনি জানান সারা বাংলাদেশের ন্যায় পঞ্চগড়েও অনলাইনের মাধ্যমে প্রার্থীগন মনোনোয়ন পত্র দাখিল করেন।
এত দিন ধরে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিতে হতো রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে। প্রার্থীরা তাঁদের কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতেন। এবার আর সে সুযোগ নেই। প্রথমবারের মত অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। এর মধ্যে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোট গ্রহণ ৮ মে এবং দ্বিতীয় ধাপে ১৬১টি উপজেলায় ভোট হবে ২১ মে। বাকি দুই ধাপের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।
উপজেলা নির্বাচনের বিধিমালায় যেসব সংশোধনী আনা হয়েছে, তার মধ্যে
এবার মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে ‘হিজড়া’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হি- জড়ারা চাইলে হিজড়া পরিচয়ে প্রতিদ্বন্ডিদ্বতা করতে পারবেন। অন্য নির্বাচনে এই বিধান আগেই করা হয়েছিল। উপজেলায় তা সংযুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে এত দিন ২৫০ জন ভোটারের সমর্থনসূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো। এবার সে বিধান বাদ দেওয়া হয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সইয়ের তালিকা আর দিতে হবে না।
এত দিন চেয়ারম্যান পদে প্রার্থীদের জামানত হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হতো। এবার দিতে হবে ১ লাখ টাকা। ভাইস চেয়ারম্যান পদে দিতে হবে ৭৫ হাজার টাকা। প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে জামানতের যে টাকা জমা দেন, ভোট শেষে তা ফেরত পান। তবে এই টাকা ফেরত পেতে একটি নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হয়। নাহলে জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়। এবার জামানত রক্ষায় আগের চেয়ে বেশি ভোট পেতে হবে। এত দিন প্রদত্ত ভোটের একুঅষ্টমাংশ বা প্রায় সাড়ে ১২ শতাংশ ভোট পেলে জামানত রক্ষা হতো। এবার প্রার্থীদের পেতে হবে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ।
উপজেলা পরিষদ নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী সমান ভোট পেলে আবার ভোট করার বিধান ছিল। এখানে এবার সংশোধনী আনা হয়েছে। একাধিক প্রার্থী সমান ভোট পেলে ফলাফল নির্ধারণ করা হবে লটারিতে। মনোনয়ন দাখিলে বাধা দিলে শান্তি বৈধভাবে বা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচন কর্মকর্তাকে অস্ত্র প্রদর্শন বা শারীরিক বল প্রয়োগের মাধ্যমে স্বাভাবিক নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ব্যক্তি যদি বাধা সৃষ্টি করেন, তাহলে প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ বন্ধ করতে পারবেন। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ১৫২ টি উপজেলা পরিষদ
নির্বাচন-২০২৪ আগামী ০৮ মে/২৪ শুরু হতে যা”েছ। ঘোষিত তফসিল অনুয়ায়ী প্রথম ধাপের মনোনয়ন পত্র দাখিলের (১৫ এপ্রিল সোমবার) সময় শেষ। এবারে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জামানতের টাকা জমা দিয়েছে নির্বাচনে অংশনেয়া প্রার্থীরা। ঘোষিত তফসিলের সিডিউল অনুয়ায়ী আগামী ১৭ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই, ১৮ থেকে ২০ এপ্রিল রির্টানিং কর্মকর্তার কাছে আপিল, ২১ শে এপ্রিল আপিল নিষ্পত্তি, ২২ শে এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২৩ শে এপ্রিল প্রতীক বরাদ্দ দিন ধার্য্য আছে।