রাজধানী ঢাকায় মসজিদে গাউছুল আজমে ঈদ জামাতে ফিলিস্তিন-কাশ্মীরিদের জন্য বিশেষ দোয়া
- আপডেট টাইম : ০২:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১০৮ ৫০০০.০ বার পাঠক
ইসরাইলের বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে ঈদ-উল ফিতরের জামাতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।
যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ
মোনাজাতে ইসরাইলের বর্বর সেনাদের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। গাজায় ইসরাইলের হামলায় বৃহস্পতিবার পর্যন্ত চৌত্রিশ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ঈদের জামাতের পর মসজিদে গাউছুল আজমে দোয়ায় অংশ নেন হাজারও মুসল্লি। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন।
এছাড়াও গাউসুল আযম জামে মসজিদের খতিব ভারতের দখলকৃত কাশ্মীরের মুক্তিকামী মুসলমানদের জন্যও দোয়া করার অনুরোধ জানান। তিনি বলেন, মজলুম জম্মু-কাশ্মীরি ভাইদের জন্য দোয়াও আমাদের মুক্তির উসিলা হতে পারে।