মধুকৃষ্ণ ত্রয়োদশীতে গঙ্গা স্নান ও মহা বারুণী মেলা

- আপডেট টাইম : ০৭:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ২৫৮ ১৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সদরের কেন্দ্রীয় বিষ্ণু মন্দির প্রাঙ্গনে পবিত্র এই তীর্থ ধামে গঙ্গা স্নান উপলক্ষে প্রতি বছরের ন্যায় ৬ এপ্রিল শনিবার থেকে বারুনি মেলা শুরু হয়েছে । এই মেলা শত শত বছর ধরে হয়ে আসছে , মেলায় বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম থেকে শত শত ভক্ত বৃন্দ পবিত্র এই তীর্থ ধামের বিষ্ণু মন্দিরের কোলঘেঁষে যাওয়া করতোয়া নদীতে স্নান করার জন্য আসে আবার কেউ বা আসে পিন্ডদানের জন্য। মেলা দেখা এবং আনন্দ উপভোগ করার জন্য এসেছে হাজারো দর্শণার্থী, রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, ছোট ছোট সোনামণিদের জন্য রয়েছে খেলনার দোকান কসমেটিকসের দোকান, নাগরদোলা, কামারের দোকান, কাঠ ফার্নিচার, সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দিরের আটচালায় চলছে নাম কীর্তন । মেলার নিরাপত্তার জন্য রয়েছে নবাবগঞ্জ থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনী এবং মন্দিরের স্বেচ্ছাসেবী দল । সার্বিক তত্ত্বাবধানে আহ্বায়ক কমিটি ও সকল ভক্তবৃন্দ নবাবগঞ্জ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির।