রায়পুর প্রেস ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান

- আপডেট টাইম : ০৪:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৩৮ ১৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। রোববার (৩১ মার্চ) রায়পুর প্রেস ক্লাব কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আর সুমনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল লক্ষ্মীপুর) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার সহ দ্বিতীয় সেশন এ উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সুযোগ্য মেয়র গিয়াস উদ্দিন রুবেট।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভোরের কাগজ প্রতিনিধি শংকর মজুমদার, নিউ নেশন প্রতিনিধি নুরুল আমিন ভূঁইয়া দুলাল, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, নয়া দিগন্ত প্রতিনিধি কামাল উদ্দিন, জনতা- সোহেল আলম, আমার সংবাদ প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মোঃ জহির হোসেন, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য প্রমূখ।
অতিথির বক্তব্যে এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা আইন শৃঙ্খলা নিয়োজিত আছি। সাংবাদিকরা আমাদের বন্ধু। আমাদের কাজ একই বৃত্তের দুটি অংশের মতো। আমরা একে অপরের পরিপূরক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন ঢালী বলেন, তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ।