ঈদের ছুটি বাড়তে পারে একদিন সরকারি
- আপডেট টাইম : ০৯:৫৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১২৭ ৫০০০.০ বার পাঠক
এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে ঈদের ছুটি শুরুও হয়ে গেছে। এখন ছুটির হিসাব কষছেন সরকারি চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ রোজা হলে এবারের ঈদুল ফিতর উদযাপন হবে ১০ এপ্রিল বুধবার। আর যদি তাই হয়, ছুটির প্রথম দিন যারা বাড়ির পথে ছুটবেন তাদের ঈদের নামাজ পড়তে হতে পারে যাত্রাপথেই।
পবিত্র ঈদুল ফিতর নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে ইতিমধ্যে ঈদের জন্য ১০, ১১ ও ১২ এপ্রিল সম্ভাব্য ছুটির দিন নির্ধারণ করা আছে। যদি এটি ঠিক থাকে, তাহলে পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তার পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। এদিনও সরকারি ছুটি। তার মানে, পাঁচ দিন ছুটি নিশ্চিত হয়ে আছে।
এদিকে, ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি যেতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যাতায়াতের সুবিধার্থে আগামী ৯ এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে পাঠানো হয়েছে।
রোববার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি আরও বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন সঠিক সময়ে বেতন বোনাস পান, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না নামতে পারে, যানজট যেন না হয় এসব নিয়ে আলোচনা হয়েছে।