সিএমপি পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
- আপডেট টাইম : ০৬:৩৪:৫৮ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ৯০ ৫০০০.০ বার পাঠক
উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিক.ইয়াছিন আরাফাত জানায় তার মোটরসাইকেল-রেজি নং-চট্টমেট্টো-হ-১৭-১৯৩০ গত ২৬ ফেব্রুয়ারি ২৪ ইং তাং সকাল ৭:ঘটিকা থেকে একই তারিখ বিকাল ৬: ঘটিকার মধ্যবর্তী সময়ে পাঁচলাইশ থানাধীন সেভরন ডায়াগনস্টিক সেন্টার এর সামনে থেকে তাহার মোটরসাইকেলটি চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। বাদির এমন অভিযোগের ভিত্তিতে সিএমপি পাঁচলাইশ থানায় ১টি মামলা রেকর্ড হয়।
মামলাটি রেকর্ড হওয়ার পর সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মোঃ আরিফ হোসেন এর সার্বিক দিক-নির্দেশনায়, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আখতারুজ্জামান ও অপারেশন অফিসার এসআই জুবায়ের মৃধা এর সার্বিক সহায়তায় এসআই দীপক দেওয়ান,এসআই ইমাম হোসেন, এএসআই শাহাদাত হোসেন,২৪ মার্চ ২৪ ইং.তারিখ কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আসামি আনোয়ার হোসেন(৩৬) কে গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৫ নং ছদাহা ইউনিয়নস্থ বিছিন্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি দেলোয়ার (৩০) ও মোস্তাফিজুর রহমান (২৬ ) দ্বয়কে আটক করেন এবং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া উল্লেখিত মোটরসাইকেলটি উদ্ধার করেন।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি তদন্ত মোঃ আক্তারুজ্জামান।