রানিশংকৈল শান্তিমোড়ের মৃত শিমুলগাছা যেন মরণ ফাদ
- আপডেট টাইম : ১১:০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১১৮ ৫০০০.০ বার পাঠক
রাণীশংকৈল উপজেলার পৌর শহরের জনগুরুত্বপূর্ণ ও পাশ্ববর্তী হরিপুর উপজেলায় যাওয়ার একমাত্র সড়ক শান্তিমোড় তিন রাস্তার মোড়ে থাকা শতবর্ষী শিমুল গাছ যেন আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এ যেন দেখার কেউ নেই। যে কোন সময়ে ভারী যানবাহন চলাচলে মারাত্মক দূর্ঘটনার সৃষ্টি হতে পারে। এ রাস্তায় হাজার হাজার পথচারী, বাস, ট্রাক, অটো রিকশা, পাগলু ও দুরপাল্লার যানচালকদের দূর্ঘটনার আশংকা নিয়েই প্রতিনিয়তই চলাচল করে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ গাছটি কেটে নেওয়ার দাবি জানালেও এ বিষয়ে নজর নেই সড়ক ও জনপদ বিভাগ বা বনবিভাগের। সরজমিনে গিয়ে দেখাগেছে, পৌর শহরের শান্তিপুর তিন রাস্তার মোড়টিতে আব্দুর রহিম স্টোর ও আকতারুল ইসলামের চায়ের দোকানের মাঝখানে কয়েকমাস ধরেই সড়ক ও জনপদ বিভাগের মরা শিমুল গাছটি দাঁড়িয়ে রয়েছে। গাছটিকে ঘিরে চারপাশে কয়েকটি দোকান রয়েছে কখন ভেঙে পরে এমন ঝুঁকি নিয়ে তারা জিবীকা নির্বাহে ব্যবসা করে যাচ্ছে। এতে যে কোন মূহুর্তে দূর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘গাছটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট দরখাস্ত পাঠিয়েছি এবং কথা হয়েছে এটি অতি দ্রুত অপসরণ করা হবে ।
নির্বাহী প্রকৌশলী সওজ রাফিউল ইসলাম জানান, ‘গাছটি অপসারণের বিষয়ে জেলা পরিষদের সাথে কথা হয়েছে । দ্রুত অপসারণ করা হবে বলে তারা আমাদের জানিয়েছেন’।