মোংলা কোস্টগার্ডের আয়োজনে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

- আপডেট টাইম : ০১:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১০৩ ১৫০০০.০ বার পাঠক
মোংলা কোস্টগার্ডের আয়োজনে (১৭ মার্চ) রবিবার বিকালে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবাইকে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশ কোস্টগার্ড এর অনুষ্ঠিতব্য ইফতার পার্টি স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জোনাল কমান্ডার কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বিসিজি বেইস মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় ভাসমান মানুষসহ মোট ৪০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ, (এন), বিসিজিএম, পিএসসি, বিএন।