ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেয়নি কুয়েট শিক্ষার্থীরা, অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আদালতে শুনানিতে পলক ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাফুফের নিবন্ধন লাভ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কোস্ট গার্ডের আয়োজনে নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা রুলার সরকার না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন রকম অসুবিধায় রয়েছে।। ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম ৫ আগস্টের পর সব রাজবন্দি মুক্তি পেলেন, আজহার পেলেন না এবার করা হলো শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ শ্রীপুরে ওসি’র ঘুষ লেনদেনের অডিও ভাইরাল গুলশানে র‍্যাবের ক্যাশিয়ার শাহ আলমের ইস্পায় গড়ে তুলেছে অপরাধের আখড়া। পর্ব ২

চট্টগ্রামের শীতলঝর্ণায় অসহায় নারীর ভূমি দখলের পায়তারা করছে ভূমিদূস্য রাশেদুল আলম

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৭:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ১৪২ ৫০০০.০ বার পাঠক

আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের বায়োজিদ থানার শীতলঝর্ণা এলাকার পাচঁলাইশ থানার আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাবেক এয়াকুব কমিশনারের পরিবারের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন ভূমিদূস্য রাউজানের রাশেদুল আলম।

গতকাল ১৩ই মার্চ ২০২৪ইং ( বুধবার) সকাল ৭.৩০ মিনিটের উক্ত জায়গায় বিবাদী রাশেদুল আলম মাটি ভরাট ও নির্মাণ কাজ করা অবস্থায় বায়োজিদ থানার এসআই জসীম উদ্দীন কাজের সরঞ্জামাদি সহ ৩ জন শ্রমিক কে আটক করে থানায় নিয়ে যায়,পরে তাদের কে আদালতে প্রেরণ করেন।

পাঁচলাইশ থানার আওয়ামী লীগের নেতা ও ৭ নং ওয়ার্ডের মৃত এয়াকুব কমিশনারের জায়গা/জমি দখল মাটি ভরাট ও বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে রাউজানের ভূমিদুস্য রাশেদুল আলমের বিরুদ্ধে।

পাচঁলাইশ থানা আওয়ামীলীগের সাবেক মৃত এয়াকুব কমিশনারের পরিবার সূত্রে জানা যায়, বিগত ৩ বছর যাবত বিভিন্নভাবে নির্যাতন করছে এই জায়গা /জমি নিয়ে রাউজানের রাশেদুল আলম গং।

অপর ২৯১৩/২১ মামলার ২১/১১/২০২১ সালে সিনিয়র সহকারী জজ তাহরিনা আক্তার নওরীন এর ৫ম সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন আমেনা বেগম বাদী হয়ে।

আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নালিশী তফসিলোক্ত সম্পত্তির বিবাদী যাহাতে রূপ পরিবর্তন করতে না পারে, কিংবা নালিশী তফসিলোক্ত সম্পত্তি বেআইনীভাবে হস্তান্তর ও বাদীগনকে উচ্ছেদ করিতে না পারে তৎমর্মে বিবাদীকে আপত্তি দাখিল ও ঐ জায়গার উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়।

এতে আরো বলা হয় দু’তোরফা সুনানীঅস্তে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বলবত থাকবে।

এর আগেও রাউজানের বিবাদী রাশেদুল আলম গং বে-আইনি ভাবে গত ২ই ফেব্রুয়ারি’ (শুক্রবার) ২০২৪, ১২ টায় সময় শীতলঝর্ণা জায়গায় মাটি ভরাট ও বাড়ি নির্মাণের কাজ করছে জানতে পারায়, ফারজানা ও আমেনা বেগম এডভোকেট যবিউল হোসেন সহ বায়োজিদ থানাকে জানালে ওসি নির্দেষক্রমে এসআই বাবুল মিয়ার ফোর্স গিয়ে জায়গা থেকে বিবাদী রাশেদুল আলম ও কর্মরত কাজের লোকজন, সরঞ্জামদি সহ আটক করে থানায় নিয়ে যায়।

তারপরও থেমে নেই ভূমিদস্য রাশেদুল আলম, আইন কে তোয়াক্কা না করে জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমিদুস্য রাশেদুল আলম গং মৃত্যু এয়াকুব কমিশনারের অসহায় পরিবারের উপর বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন রীতিমতো।

মৃত এয়াকুব কমিশনারের পরিবারের আমেনা বেগম ও ফারজানা বেগম এর প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের শীতলঝর্ণায় অসহায় নারীর ভূমি দখলের পায়তারা করছে ভূমিদূস্য রাশেদুল আলম

আপডেট টাইম : ০৭:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের বায়োজিদ থানার শীতলঝর্ণা এলাকার পাচঁলাইশ থানার আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাবেক এয়াকুব কমিশনারের পরিবারের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন ভূমিদূস্য রাউজানের রাশেদুল আলম।

গতকাল ১৩ই মার্চ ২০২৪ইং ( বুধবার) সকাল ৭.৩০ মিনিটের উক্ত জায়গায় বিবাদী রাশেদুল আলম মাটি ভরাট ও নির্মাণ কাজ করা অবস্থায় বায়োজিদ থানার এসআই জসীম উদ্দীন কাজের সরঞ্জামাদি সহ ৩ জন শ্রমিক কে আটক করে থানায় নিয়ে যায়,পরে তাদের কে আদালতে প্রেরণ করেন।

পাঁচলাইশ থানার আওয়ামী লীগের নেতা ও ৭ নং ওয়ার্ডের মৃত এয়াকুব কমিশনারের জায়গা/জমি দখল মাটি ভরাট ও বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে রাউজানের ভূমিদুস্য রাশেদুল আলমের বিরুদ্ধে।

পাচঁলাইশ থানা আওয়ামীলীগের সাবেক মৃত এয়াকুব কমিশনারের পরিবার সূত্রে জানা যায়, বিগত ৩ বছর যাবত বিভিন্নভাবে নির্যাতন করছে এই জায়গা /জমি নিয়ে রাউজানের রাশেদুল আলম গং।

অপর ২৯১৩/২১ মামলার ২১/১১/২০২১ সালে সিনিয়র সহকারী জজ তাহরিনা আক্তার নওরীন এর ৫ম সিনিয়র সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন আমেনা বেগম বাদী হয়ে।

আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নালিশী তফসিলোক্ত সম্পত্তির বিবাদী যাহাতে রূপ পরিবর্তন করতে না পারে, কিংবা নালিশী তফসিলোক্ত সম্পত্তি বেআইনীভাবে হস্তান্তর ও বাদীগনকে উচ্ছেদ করিতে না পারে তৎমর্মে বিবাদীকে আপত্তি দাখিল ও ঐ জায়গার উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়।

এতে আরো বলা হয় দু’তোরফা সুনানীঅস্তে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ বলবত থাকবে।

এর আগেও রাউজানের বিবাদী রাশেদুল আলম গং বে-আইনি ভাবে গত ২ই ফেব্রুয়ারি’ (শুক্রবার) ২০২৪, ১২ টায় সময় শীতলঝর্ণা জায়গায় মাটি ভরাট ও বাড়ি নির্মাণের কাজ করছে জানতে পারায়, ফারজানা ও আমেনা বেগম এডভোকেট যবিউল হোসেন সহ বায়োজিদ থানাকে জানালে ওসি নির্দেষক্রমে এসআই বাবুল মিয়ার ফোর্স গিয়ে জায়গা থেকে বিবাদী রাশেদুল আলম ও কর্মরত কাজের লোকজন, সরঞ্জামদি সহ আটক করে থানায় নিয়ে যায়।

তারপরও থেমে নেই ভূমিদস্য রাশেদুল আলম, আইন কে তোয়াক্কা না করে জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমিদুস্য রাশেদুল আলম গং মৃত্যু এয়াকুব কমিশনারের অসহায় পরিবারের উপর বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন রীতিমতো।

মৃত এয়াকুব কমিশনারের পরিবারের আমেনা বেগম ও ফারজানা বেগম এর প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।