কৌশলে মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে মেম্বার সহ গ্রেফতার-২
- আপডেট টাইম : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১১৪ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে মোটরসাইকেল আরোহীর পথ রোধ করে মার-পিট সহ সুকৌশলে মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবি মামলায় মেম্বার ও আরো এক ‘জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
ঘটনা টি ঘটেছে রানিশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাকসা সুন্দরপুর নামক ফাঁকা স্থানে পাকা রাস্তার উপরে।
ভুক্তভোগী মো মুনির ইসলাম (২০) এবিষয়ে গত ০৯ মর্চে থানায় তিন জনকে আসামী করে একটি এজাহার দ্বায়ের করেন, আসামী ১.মো ওয়াসিম (৩৫) বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ৫নং ওয়ার্ড, পিতা : পশির সাং: বাজে বকসা সুন্দরপুর।
২.মো: শাহিনুর (২৮) পিতা : সামসুল হক সাং: আমজুয়ান। ৩. মো: প্রিয় (২২) পিতা : নাজির সাং: বাজে বকসা।
মো : মুনিরের এজাহারে উল্লেখ রয়েছে,উল্লেখিত আসামিগণ অত্র এলাকার দুর্দান্ত প্রকৃতির আইন অমান্যকারী মামলাবাজ অসৎ প্রকৃতির ব্যক্তি, সহ এলাকার বিভিন্ন লোকজন সহিত কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হইয়া মনুষকে মারপিট করা তাদের স্বভাব। গত ৪ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় অত্র থানার বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাকসা সুন্দরপুর নামক ফাঁকা স্থানে পাকা রাস্তার উপরে, আমার মোটরসাইকেলের গতিরোধ করে, বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে, আমি তাদের কথার প্রতিবাদ করলে, ১. আসামী মো: ওয়াসিমের হুকুমে সকল আসামীগণ আমাকে ধরিয়া ফেলে এবং কিল ঘুসি সহ এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম করে। উক্ত সময় আসামিগন আমার নিকট থাকা মোটরসাইকেলটি সুকৌশলে অসৎ উদ্দেশ্যে আমার অগোচরে নিয়ে যায়। পরে ০৬ মার্চ সকালে ১/২ নং আসামী বাড়ীতে এসে আমার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে বলেন টাকা না দিলে মোটরসাইকেল ফেরত দিবো না।
উক্ত এজাহারের ভিত্তিতে মামলা নং:- ১০ ধারা ১৪৩, ৩৪১,৩২৩,৩৮৫,৫০৬(২) ধারায় মামলা রুজ করে আসামিদের বিজ্ঞ আদালত সোপর্দা করেছে থানা পুলিশ।
এবিষয়ে রানিশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে মুঠোফোন বলেন, এজাহারের ভিত্তিতে মামলারুজ করে আসামি গণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।