ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
পালানো’র সময় বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা আটক নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে? শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথে থাকবেন’ ১২ লাখ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, দ্বিতীয় দিনের মতো নগর ভবন অবরুদ্ধ বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পার্টি অফিস দখল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ ৪০ জন আহত, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লোটপাট।

কৌশলে মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে মেম্বার সহ গ্রেফতার-২

তাহেরুল ইসলাম তামিম ভ্রাম্যমাণ প্রতিনিধি ঠাকুরগাঁও।
  • আপডেট টাইম : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ১৩৮ ১৫০০০.০ বার পাঠক

ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে মোটরসাইকেল আরোহীর পথ রোধ করে মার-পিট সহ সুকৌশলে মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবি মামলায় মেম্বার ও আরো এক ‘জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

ঘটনা টি ঘটেছে রানিশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাকসা সুন্দরপুর নামক ফাঁকা স্থানে পাকা রাস্তার উপরে।
ভুক্তভোগী মো মুনির ইসলাম (২০) এবিষয়ে গত ০৯ মর্চে থানায় তিন জনকে আসামী করে একটি এজাহার দ্বায়ের করেন, আসামী ১.মো ওয়াসিম (৩৫) বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ৫নং ওয়ার্ড, পিতা : পশির সাং: বাজে বকসা সুন্দরপুর।
২.মো: শাহিনুর (২৮) পিতা : সামসুল হক সাং: আমজুয়ান। ৩. মো: প্রিয় (২২) পিতা : নাজির সাং: বাজে বকসা।
মো : মুনিরের এজাহারে উল্লেখ রয়েছে,উল্লেখিত আসামিগণ অত্র এলাকার দুর্দান্ত প্রকৃতির আইন অমান্যকারী মামলাবাজ অসৎ প্রকৃতির ব্যক্তি, সহ এলাকার বিভিন্ন লোকজন সহিত কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হইয়া মনুষকে মারপিট করা তাদের স্বভাব। গত ৪ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় অত্র থানার বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাকসা সুন্দরপুর নামক ফাঁকা স্থানে পাকা রাস্তার উপরে, আমার মোটরসাইকেলের গতিরোধ করে, বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে, আমি তাদের কথার প্রতিবাদ করলে, ১. আসামী মো: ওয়াসিমের হুকুমে সকল আসামীগণ আমাকে ধরিয়া ফেলে এবং কিল ঘুসি সহ এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম করে। উক্ত সময় আসামিগন আমার নিকট থাকা মোটরসাইকেলটি সুকৌশলে অসৎ উদ্দেশ্যে আমার অগোচরে নিয়ে যায়। পরে ০৬ মার্চ সকালে ১/২ নং আসামী বাড়ীতে এসে আমার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে বলেন টাকা না দিলে মোটরসাইকেল ফেরত দিবো না।

উক্ত এজাহারের ভিত্তিতে মামলা নং:- ১০ ধারা ১৪৩, ৩৪১,৩২৩,৩৮৫,৫০৬(২) ধারায় মামলা রুজ করে আসামিদের বিজ্ঞ আদালত সোপর্দা করেছে থানা পুলিশ।

এবিষয়ে রানিশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে মুঠোফোন বলেন, এজাহারের ভিত্তিতে মামলারুজ করে আসামি গণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কৌশলে মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে মেম্বার সহ গ্রেফতার-২

আপডেট টাইম : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে মোটরসাইকেল আরোহীর পথ রোধ করে মার-পিট সহ সুকৌশলে মোটরসাইকেল আটকে রেখে চাঁদা দাবি মামলায় মেম্বার ও আরো এক ‘জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

ঘটনা টি ঘটেছে রানিশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাকসা সুন্দরপুর নামক ফাঁকা স্থানে পাকা রাস্তার উপরে।
ভুক্তভোগী মো মুনির ইসলাম (২০) এবিষয়ে গত ০৯ মর্চে থানায় তিন জনকে আসামী করে একটি এজাহার দ্বায়ের করেন, আসামী ১.মো ওয়াসিম (৩৫) বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ৫নং ওয়ার্ড, পিতা : পশির সাং: বাজে বকসা সুন্দরপুর।
২.মো: শাহিনুর (২৮) পিতা : সামসুল হক সাং: আমজুয়ান। ৩. মো: প্রিয় (২২) পিতা : নাজির সাং: বাজে বকসা।
মো : মুনিরের এজাহারে উল্লেখ রয়েছে,উল্লেখিত আসামিগণ অত্র এলাকার দুর্দান্ত প্রকৃতির আইন অমান্যকারী মামলাবাজ অসৎ প্রকৃতির ব্যক্তি, সহ এলাকার বিভিন্ন লোকজন সহিত কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হইয়া মনুষকে মারপিট করা তাদের স্বভাব। গত ৪ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় অত্র থানার বাচোর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাকসা সুন্দরপুর নামক ফাঁকা স্থানে পাকা রাস্তার উপরে, আমার মোটরসাইকেলের গতিরোধ করে, বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে, আমি তাদের কথার প্রতিবাদ করলে, ১. আসামী মো: ওয়াসিমের হুকুমে সকল আসামীগণ আমাকে ধরিয়া ফেলে এবং কিল ঘুসি সহ এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা জখম করে। উক্ত সময় আসামিগন আমার নিকট থাকা মোটরসাইকেলটি সুকৌশলে অসৎ উদ্দেশ্যে আমার অগোচরে নিয়ে যায়। পরে ০৬ মার্চ সকালে ১/২ নং আসামী বাড়ীতে এসে আমার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দিয়ে বলেন টাকা না দিলে মোটরসাইকেল ফেরত দিবো না।

উক্ত এজাহারের ভিত্তিতে মামলা নং:- ১০ ধারা ১৪৩, ৩৪১,৩২৩,৩৮৫,৫০৬(২) ধারায় মামলা রুজ করে আসামিদের বিজ্ঞ আদালত সোপর্দা করেছে থানা পুলিশ।

এবিষয়ে রানিশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে মুঠোফোন বলেন, এজাহারের ভিত্তিতে মামলারুজ করে আসামি গণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।