ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গত শুক্রবার (২৬ এপ্রিল) আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার নতুন দুয়ার ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া আখানগর ইসতিসকার নামাজে বৃষ্টির জন্য চোখের পানি ফেলে দোয়া গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

পাকুন্দিয়ার কৃতি সন্তান কবি ও শিশু সাহিত্যিক আলমগীর খোরশেদ পেলেন সুকুমার রায় সাহিত্য পদক -২০২৪

কিশোরগঞ্জ: আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিন ব্যাপী ২০ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা ২০২৪ গত ০৭ মার্চ কিশোরগঞ্জ শহরের খরমপট্রি এলাকায় সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি লেখক সাহিত্যিকদের এই মিলন মেলা দেশীয় আমেজ থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়।  সহযোগীতায় ছিলো কল্যাণমুখী সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দা। প্রতি বছরের ন্যায় এবছরও ছড়া “সুকুমার রায় সাহিত্য পদক -২৪” প্রদান করে। কবি ও শিশু সাহিত্যিক আলমগীর খোরশেদকে শিশু সাহিত্যে এই পদক দেওয়া হয়।
কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আলমগীর খোরশেদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে ১৯৬৯ সনে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ  নারান্দী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা সহ—সভাপতি ছিলেন। মাতা  মোছা: ফাতেমা খাতুন।।কবি আলমগীর খোরশেদ  বুয়েটে কর্মরত। কবি আলমগীর খোরশেদ এর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টির মধ্যে কাব্যগ্রন্থ ৮টি, এখন দুঃসময়, পাথর সময়, চন্দ্রমুখী, কেউ আছো কি?, মুজিব মানে বাংলাদেশ, মুজিব পদাবলি, বুকের বাম পাঁজরের নিচে, গাঁও গেরামের কাব্য,  গল্পগ্রন্থ ৪টি, শান্তা নামের মেয়েটি, হৃদয়ের রক্তক্ষরণ, ভালোবাসায় চোরাকাঁটা ও সম্পর্কের সমীকরণ,  উপন্যাস ৩টি ,  দূরের নীল প্রজাপতি, জোৎস্নলোকো অমানিশা, প্রিয়দর্শিনী,শিশুতোষ গল্পগ্রন্থ ৮টি, শালিক ও তার ছানারা, শেঁওড়া গাছের ভুত, মঙ্গল গ্রহের যাত্রী, এলিয়েনের দেশে, খোকার শততম জন্মদিন,  টুঙ্গিপাড়ার খোকা, শিয়াল দাদুর সভা,  ছড়াওয়ালা শিয়ালমামা  ও জীবনী গ্রন্থ খোকা থেকে বঙ্গবন্ধু।  তিনি বিচারপতি এস.এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা, মিজাফ তারকা অ্যাওয়ার্ড, অচ্ছুৎ দুই বাংলা সাহিত্য সম্মিলন সম্মাননা ও মাদার তেরেসা সাহিত্য সম্মাননা লাভ করেছেন। কবি আলমগীর খোরশেদ তার ক্ষুরধার লেখনি দিয়ে পাঠক সমাজে সমাদৃত করে রেখেছেন।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাকুন্দিয়ার কৃতি সন্তান কবি ও শিশু সাহিত্যিক আলমগীর খোরশেদ পেলেন সুকুমার রায় সাহিত্য পদক -২০২৪

আপডেট টাইম : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ণ, রবিবার, ১০ মার্চ ২০২৪

কিশোরগঞ্জ: আমরা বাঙালি আমরা মুক্ত, সীমানা ছাড়িয়ে অন্তরে যুক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিন ব্যাপী ২০ তম ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা ২০২৪ গত ০৭ মার্চ কিশোরগঞ্জ শহরের খরমপট্রি এলাকায় সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে। ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবি লেখক সাহিত্যিকদের এই মিলন মেলা দেশীয় আমেজ থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়।  সহযোগীতায় ছিলো কল্যাণমুখী সাহিত্য সংগঠন জেগে ওঠো নরসুন্দা। প্রতি বছরের ন্যায় এবছরও ছড়া “সুকুমার রায় সাহিত্য পদক -২৪” প্রদান করে। কবি ও শিশু সাহিত্যিক আলমগীর খোরশেদকে শিশু সাহিত্যে এই পদক দেওয়া হয়।
কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আলমগীর খোরশেদ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে ১৯৬৯ সনে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ  নারান্দী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এ. কে. খোরশেদ উদ্দিন আহমেদ তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা আওয়ামী লীগের  প্রতিষ্ঠাতা সহ—সভাপতি ছিলেন। মাতা  মোছা: ফাতেমা খাতুন।।কবি আলমগীর খোরশেদ  বুয়েটে কর্মরত। কবি আলমগীর খোরশেদ এর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৪টির মধ্যে কাব্যগ্রন্থ ৮টি, এখন দুঃসময়, পাথর সময়, চন্দ্রমুখী, কেউ আছো কি?, মুজিব মানে বাংলাদেশ, মুজিব পদাবলি, বুকের বাম পাঁজরের নিচে, গাঁও গেরামের কাব্য,  গল্পগ্রন্থ ৪টি, শান্তা নামের মেয়েটি, হৃদয়ের রক্তক্ষরণ, ভালোবাসায় চোরাকাঁটা ও সম্পর্কের সমীকরণ,  উপন্যাস ৩টি ,  দূরের নীল প্রজাপতি, জোৎস্নলোকো অমানিশা, প্রিয়দর্শিনী,শিশুতোষ গল্পগ্রন্থ ৮টি, শালিক ও তার ছানারা, শেঁওড়া গাছের ভুত, মঙ্গল গ্রহের যাত্রী, এলিয়েনের দেশে, খোকার শততম জন্মদিন,  টুঙ্গিপাড়ার খোকা, শিয়াল দাদুর সভা,  ছড়াওয়ালা শিয়ালমামা  ও জীবনী গ্রন্থ খোকা থেকে বঙ্গবন্ধু।  তিনি বিচারপতি এস.এম মজিবুর রহমান সাহিত্য সম্মাননা, মিজাফ তারকা অ্যাওয়ার্ড, অচ্ছুৎ দুই বাংলা সাহিত্য সম্মিলন সম্মাননা ও মাদার তেরেসা সাহিত্য সম্মাননা লাভ করেছেন। কবি আলমগীর খোরশেদ তার ক্ষুরধার লেখনি দিয়ে পাঠক সমাজে সমাদৃত করে রেখেছেন।