রুহিয়ায় ভূমিহীন শ্রমিকের গরু চুরি থানায় অভিযোগ
- আপডেট টাইম : ০১:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৯৫ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক ভূমিহীন শ্রমিকের ২টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা এ ব্যাপারে ওই ভূমিহীন শ্রমিক বাদী হয়ে রুহিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায় রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের ভূমিহীন শ্রমিক বাবুল ইসলাম ২ টি গরু লালন পালন করে আসছিলেন। ঘটনার দিন০৬ মার্চ বুধবার দিবাগত রাতে ওই পরিবারটি রাত ১০টায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টায় বাবুল ইসলাম প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘুম থেকে জেগে ওঠে দেখতে পায় গরু রাখার ঘরটির দরজা ভাঙ্গা। কিন্তু ঘরে গরু দুটি নেই অনেক খোজা খুজির পর গরু দুটি না পেয়ে বাবুলইসলাম থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে গরুর মালিক বাবুল ইসলাম বলেন আমার সবর্নাশ হয়ে গেছে সম্পদের মধ্যে আমার গরু দুটি ছিল সে গুলো চোরে পালিয়ে নিয়ে গেছে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনা স্থল পরির্দশন করেছেন।রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল অভিযোগ সত্যতা নিশ্চিত করে বলেন আমরা রহুদূর পযর্ন্ত চেষ্টা করছি। কিন্তু গরু দুটি উদ্ধার করা সম্ভব হয়নি।