আজ ৩৫হাজার, মানুষের জন্য উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে পানীয় জলের এ টি এম উদ্বোধন করেন প্রধান মাসকিনা মমতাজ বেগম
- আপডেট টাইম : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১০১ ৫০০০.০ বার পাঠক
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উত্তর কুসুম অঞ্চলের আগত প্রায় পয়ত্রিশ হাজার মানুষের জন্য পানীয় ও জলের ব্যাবস্থা করেন প্রধান মমতাজ মাসকিনা বেগম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একমাত্র অঞ্চল এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে অঞ্চল টি ছিনিয়ে নেয়। এই অঞ্চলের একসময়ের ভুমি পুত্র ও পশ্চিম বাংলা র সাবেক প্রায়ত ভারতের জাতীয় কংগ্রেসের নেতা আবুল বাশার লস্করের জমি ও এলাকা। এই এলাকায় একসময় দাপিয়ে রাজনৈতিক করে গেছেন। তিনি জীবনে কোন দিন নিজের দল ভারতের জাতীয় কংগ্রেস ত্যাগ করেনি। তার স্ত্রী বর্তমানে উত্তর কুসুম অঞ্চলের প্রধান মমতাজ মাসকিনা বেগম এই অঞ্চলের প্রধান। তার চেষ্টা ও উদ্যোগে এই অঞ্চলের জন উন্নয়ন ও গন বিকাশের ক্ষেত্রে কাজ করে চলেছে। আজ প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা খরচ করে প্রায় পয়ত্রিশ হাজার মানুষের জন্য পানীয় জলের ব্যাবস্থা করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মগরাহাট পশ্চিমের ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি লড়াকু নেতা শামসুল হুদা লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক জাতীয় কংগ্রেসের নেতা শামসুল আলম লস্কর এবং উত্তর কুসুম অঞ্চলের জাতীয় কংগ্রেসের নেতা রূপচাঁদ সাঁপুই এবং উত্তর কুসুম অঞ্চলের তরুণ নেতা এবং উত্তর কুসুম অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য সোয়েল রামিজ ওরফে হিরো এবং জামসিদুল ইসলাম সরদার সহ অন্যান্য অঞ্চলের ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ভুমি পুত্র সাবেক বিধায়ক ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা প্রায়ত বিধায়ক আবুল বাশার লস্করের বড় পুত্র। আগামী দিনে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চলের গন বিকাশের ক্ষেত্রে কাজ চালিয়ে যাবেন বলে জানান ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী এবং উত্তর কুসুম অঞ্চলের প্রধান মমতাজ মাসকিনা বেগম।