মহাদেবপুর চাউল কলে দুর্ধর্ষ চুরি
- আপডেট টাইম : ০৪:২৪:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ১২৫ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুর একটি চাউল কল থেকে ৯৬ বস্তা সুগন্ধি ধান চুরি হয়েছে।বৃহস্পতিবার (৭ মে)রাত ২ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির মহাদেবপুর- নওগাঁ আঞ্চলিক পাকা সড়কের পাশে সরস্বতীপুর বাজার নামক স্থানে মেসার্স কুন্ডু রাইস মিলে এই চুরি হয়।সরেজমিনে গিয়ে জানা যায়,ওই চাউল কলের মালিক বিপ্লব কুমার কুন্ডক থেকে হেদায়েতুল ইসলাম শিপন মিলটি প্রায় কয় বছর আগে থেকে ভাড়া নিয়ে ব্যাবসা করে আসছেন।ধান ব্যবসায়ী শিপনের ম্যানেজার শহিদুল ইসলাম (৪৫) জানান,প্রতিদিনের মতো সেদিনো রাতের খাবার খেয়ে শুয়ে ছিলাম ভোরে দেখি তালা খোলা।আনমানিক রাত ২ টার সময় চাউল কলের মৃল গেটের তালা কেটে তারা ভিতরে প্রবেশ করেন তার পর গোডাউনের তালা তারা কেটে মোট ১৭১ বস্তা সুগন্ধি ধান ছিল তার ভিতর ৯৬ বস্তা নিয়ে গেছে।যার বাজার মৃল্য বর্তমান প্রায় ৪ লক্ষ টাকার মত।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং চুরির সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।