কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক, ৭ই মার্চ পালন
- আপডেট টাইম : ০১:৫৪:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৮৭ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। আজ ৭ মার্চ ২০২৪ ইং বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ন উপজেলা প্রশাসন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে ।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন পাকুন্দিয়া -কটিয়াদী(কিশোরগঞ্জ -২) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু), মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু পিপিএম ।