নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত
- আপডেট টাইম : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৫৯ ৫০০০.০ বার পাঠক
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার বেলা ৯টায় উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।