রানিশংকৈলে জাতীয় বীমা দিবস পালিত
- আপডেট টাইম : ১১:০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ৯৮ ৫০০০.০ বার পাঠক
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে
‘করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পালিত হলো জাতীয় বীমা দিবস ২০২৪।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। বীমা কোম্পানীর সদস্যদের অংশগ্রহনে র্যালীটি রানিশংকৈলে প্রধান সংযোগ সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,
এসময় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,প্রেসক্লাব সভাপতি মোবারক আলি। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অফিস ইনচার্জ শামিম সরকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার লেমন সরকার, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এডি এম আঃ মান্নান প্রমুখ। বিভিন্ন বীমার কর্মকর্তা কর্মচারীরা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আবু সাঈদ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিস ইনচার্জ আব্দুল খালেক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আসাদ, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট করিম।