পীরগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপন

- আপডেট টাইম : ০৯:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় শহরের পূর্ব চৌরাস্তা থেকে রেলি নিয়ে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলমের সভাপতিত্বে সন্ধানী লাইফের শাখা ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের বিএম আবু হাসান, ডেল্টা লাইফের বিএম আব্দুল মাজেদ, প্রগতি লাইফের বিএম নুর আলম, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোশারফ হোসেন প্রমূখ। এবারের প্রতিপাদ্য বিষয় “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বক্তারা বলেন, দেশকে স্মার্ট ও সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত করতে বীমার প্রয়োজনীয়তা অপরিহার্য। এই শিল্পের প্রতি গুরুত্ব দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ যেন বীমার সকল প্রকার ন্যায্য দাবি খুব সহজে পেতে পারে সেই দাবিও জানানো হয় এই আলোচনা সভা থেকে।