ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০১
- আপডেট টাইম : ১০:২৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৭ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই সুমন চন্দ্র সরকার,এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ এর শহিদ ডাঃ মিলন হোস্টেল এর সামনে পাকা রাস্তার উপর হতে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ রাত ৯টায় ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম ওরফে আকাশ (২৯), পিতা- সাইফুল ইসলাম ,মাতা-শাহিনুর বেগম, গ্রাম-ভাটিকাশর (ভাটিকাশর আলীয়া মাদ্রাসা রোড (জমশেদ মোড়লের বাড়ীর পিছনে),কোতোয়ালী মডেল থানা , ময়মনসিংহকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।আসামীর বিরুদ্ধে ৬টি মাদক মামলা আছে।উদ্ধারকৃত ২০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।