কৌশলী প্রচারণায় রাণীশংকৈলের উপজেলা নির্বাচনী প্রার্থীরা
- আপডেট টাইম : ০৯:০৯:২৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
- / ৯২ ৫০০০.০ বার পাঠক
জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই, ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। উপজেলার গ্রামীণ হাট বাজার চায়ের আড্ডায় চলছে নির্বাচনী আলাপচারিতা।
সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন কৌশলে নিজেদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন,এর মধ্যে সোশ্যালমিডিয়া ফেইসবুক অন্যতম।
জানা যায়, আগামী মে মাসে চার ধাপে উপজেলা ভোট বাংলাদেশ নির্বাচন কমিশন। মার্চ মাসেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ফলে সম্ভাব্যপ্রার্থীরা মাঠে দৌড়ঝাপের পাশাপাশি দলের সর্বোচ্চ পর্যায়ে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন।একই সঙ্গে শুভেচ্ছা জানিয়ে টানানো ব্যানার পোস্টার সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে গণসংযোগ চালাচ্ছেন অনেকেই।
এবারে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য নৌকার মাঝি হতে চান যারা- তারা হলেনঃ
রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক।
প্রফেসর ড.হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নর্দার্ন ক্যাপ রাজ্য শাখা, সাউথ আফ্রিকা।
বর্তমান রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
আহাম্মদ হোসেন বিপ্লব যুগ্ন-সাধারণ সম্পাদক রাণীশংকৈল উপজেলা আ.লীগ।
বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা।
রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাধারন
সম্পাদক তাজউদ্দীন আহমেদ।
সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক রাতোর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের।
জানা গেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বারের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার উপজেলা চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেছেন।
জানা গেছে এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না ফলে সম্ভাব্য প্রার্থীরা একই দলের একাধিক প্রার্থী ইতিমধ্যেই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও স্বাধীন বাংলা নিউজের প্রধান উপদেষ্টা আহমদ হোসেন বিপ্লব গোটা উপজেলায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে তিনি জানিয়েছেন গত এক বছর যাবত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থী হওয়ার আশায় মাঠ আগেভাগেই সাজিয়েছেন। এখন প্রতীক পেলে জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদন্তিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই উদীয়মান নেতা।
অপরদিকে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে সংসদ নির্বাচনের মত উপজেলায়ও অংশ নেবে না বিএন পি,ফলে নেতাকর্মীদের নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই,তাই নির্বাচনের মাঠে আলোচনায় নেই স্হানীয় বি এন পি নেতা কর্মীরা। এদিকে দলের ঐক্য ধরে রেখে উৎসবমুখর পরিবেশ গড়ে তুলেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা।