মোংলায় চাঁদপাই রেঞ্জের আয়োজনে একদিন ব্যাপী সর্পদংশন প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৯:০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জের আয়োজনে মোংলার চাঁদপাই রেঞ্জ কার্যালয় জয়মনিতে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একদিন ব্যাপী সর্পদংশন এর প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সর্পদংশন এর প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সহকারী বন সংরক্ষক রেঞ্জ কর্মকর্তা, চাঁদপাই রেঞ্জ রানা দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপাই স্টেশন কর্মকর্তা আনিছুর রহমান, ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো: মহসিন আলী, জিউধারা স্টেশন কর্মকর্তা মুহাম্মদ হান্নান আলী। উক্ত অনুষ্ঠানের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সরীসৃপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রমন, সরীসৃপ বিশেষজ্ঞ তৌফিক হাসান হিমুসহ চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, সিএমসি প্রতিনিধিবৃন্দ সিপিজি ও ভিটি আরটির সদস্যরা।