আজ কয়েক হাজার ভক্ত নিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে হাজির পবিত্র মেদিনীপুর শরিফে
- আপডেট টাইম : ০৪:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৩ ৫০০০.০ বার পাঠক
আগামী কাল থেকে শুরু হবে মেদিনীপুর শরিফের উরুসপাক। সেই উরুসপাক উৎপাদন উপলক্ষে এই পবিত্র উরুসপাক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ্য লক্ষ্য মানুষ জড়ো হয়েছে। এই পবিত্র উরুসপাক উপলক্ষে বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকার রাজবাড়ি থেকে কয়েক হাজার মুরিদ নিয়ে দুই ট্রেন চলে এসেছে। এবং পবিত্র মেদিনীপুর শরিফের পীর সৈয়দ শাহ সুফি সাধক আল্লামা মুরশিদ আলী আল কাদরী আল হাসান ও হোসেনী এবং হজরত মাওলানা শাহ সুফি সাধক সৈয়দ এরশাদ আলী শাহ আল কাদরী আল হাসান ও হোসেনী এবং রসিদ আলী শাহ আল কাদরী আল হাসান ও হোসেনী র রেওজা মোবারক জিয়ারত এবং দোয়া অনুষ্ঠান পালন করা হবে। বর্তমানে এই মেদিনীপুর শরিফের পীর সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা ডক্টর মানাল শাহ আল কাদরী আল হাসান ও হোসেনী এবং হজরত মাওলানা জালাল মুরশিদ আলী শাহ আল কাদরী আল হাসান ও হোসেনী সহ তালতলা খানকা শরিফের পীররা উপস্তিত থাকবেন। এই পবিত্র উরুসপাক উপলক্ষে বিশ্বের সকল মানুষের শান্তি র জন্য দোয়া করা হবে।।