জামালপুর স্কোয়াশ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
- আপডেট টাইম : ০৮:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮২ ৫০০০.০ বার পাঠক
স্কোয়াশ চাষ সম্পর্কে জামালপুরের কৃষকরা তেমন অবগত ছিলো না। জেলা কৃষি বিভাগের সহযোগিতার কারনে স্কোয়াশ চাষ ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ৭টি উপজেলায় স্কোয়াশ চাষ বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ কৃষকের ভাগ্য পরিবর্তন হয়েছে।
জানা যায়, সদর উপজেলার রায়েরচর, চর যথার্থপুর, শ্রীপুর ও সাহাবাজপুর এলাকায় ব্যপক স্কোয়াশ চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, স্কোয়াশ চাষের জন্য কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের কে উন্নত জাতের বীজ সরবারহ করা হয়েছে মাটি গুনাগুন পরীক্ষা নিরীক্ষা করে জৈব সার প্রয়োগ বিধি কৃষকদের কে প্রশক্ষন দেয়া হয়েছে। ফলে স্কোয়াশ চাষ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ সূত্রে আরো জানা গেছে স্কোয়াশ মূলত উত্তর আমেরিকার সবজি। আমাদের দেশের মাটিতে স্কোয়াশ চাষ সম্ভব কি না ব্যপক পরীক্ষা নিরীক্ষা করার পর কৃষি বিভাগের অক্লান্ত প্রচেষ্টার কারনে স্কোয়াশ চাষে ব্যপক ফলন হয়েছে।
স্কোয়াশ চাষ এখন সদর উপজেলায় সীমাবদ্ধ নয়। কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার কৃষক পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে স্কোয়াশ চাষের ডাংধরা, বাট্রাজোড়, চিনাডুলি সহ আরো কয়েকটি এলাকা বেছে নিয়েছে। এ সব এলাকার মাটি স্কোয়াশ চাষের বেশ উপযোগী। কৃষকদের কে সার্বিক সহযোগিতা করায় কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে এবার মৌসুমে বাম্পার ফলন পেয়েছে। মেলান্দহ এলাকার কৃষক ফজলু (৪০) এ প্রতিবেদক কে জনান, স্কোয়াশের বাম্পার ফলন হয়েছে। বাজারে এর চাহিদা ব্যপক। বাজারে নেয়া মাত্র ক্রেতাদের ভিড় লেগে যায়। দাম বেশি পাওয়ায় স্কোয়াশ এখন জনপ্রিয় সবজিতে পরিনত হয়েছে।