জামালপুরে সেলাই প্রশিক্ষনের মাধ্যমে হস্তশিল্পের প্রসার
- আপডেট টাইম : ০৮:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
জামালপুরে যুব মহিলারা যুব উন্নয়ন অধিদপ্তরের সেলাই প্রশিক্ষনে ব্যস্ত। প্রশিক্ষণ নিয়ে হস্ত শিল্পের প্রসার ঘটিয়েছে। গ্রাম থেকে শুরু করে জেলা শহরে অসংখ্য হস্ত শিল্পের দোকান। হস্তশিল্পের ব্যবসা বৃদ্ধি পাওয়ায় অনেক যুব মহিলার আত্মকর্মসংস্থান হয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিতে নজীর স্থাপন করেছে।
জানা যায়, জেলা শহর ও সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় হস্তশিল্পের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। শহরের পাড়া মহল্লায় হস্তশিল্পের দোকান থাকায় বিভিন্ন জেলার ক্রেতারা ভিড় করছে। দেওয়ানপাড়া এলাকার হস্তশিল্প ব্যবসায়ী সালমা বেগম (৩৫) জানান, আগে হস্তশিল্পের চাহিদা কম থাকলেও এখন ব্যপক ভাবে বেড়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন মার্কেটে এর ব্যপক চাহিদা। যুব সালমা আরো বলেন, এক সময় কর্মী সংকট ছিলো। যুব উন্নয়ন অধিদপ্তর সেলাই প্রশিক্ষন শুরু করায় কর্মী সংকট দুর হয়েছে। কর্মীরা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন নকসার নকসী কাথা, ব্যগ পাটের তৈরি ব্যগ মেয়েদের জামার নকসার কাজ করে উপার্জন করছে। এতে অসংখ্য যুব মহিলার ভাগ্য পরিবর্তন হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর সেলাই প্রশিক্ষণ কার্যক্রম জামালপুর সদর উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে দিয়েছে। তারা বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।