করোনা ভাইরাস ॥ বিশ্বব্যাপী আক্রান্ত ১২ কোটি ছাড়াল
- আপডেট টাইম : ১০:০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৮৯১ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৫৯ হাজার ১১৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ৪২ হাজার ৮৭ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।
ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৫০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৭ হাজার ২১৬ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৮ হাজার ৬৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৬৪২ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।