সিএমপি চট্টগ্রাম পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপ ও ছিনতাই চেষ্টার অভিযোগে আটক ৬
- আপডেট টাইম : ০৬:২৫:০৩ অপরাহ্ণ, রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪
- / ৭৫ ৫০০০.০ বার পাঠক
সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপ ও ছিনতাই চেষ্টার অভিযোগে ১বখাটে যুবক সহ ৫ নারীকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ নগরীর সিএমপি পাঁচলাইশ থানা এলাকার ২ নং গেইট ষোলা শহর রেল স্টেসন মুরাদপুর ফরেস্ট গেইট মুরাদপুর পিলখানা ও ষোলশহর ফরেস্ট গেইটের ভিতর তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের’কে গ্রেফতার করা হয় থানা সুত্রে ও এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে জানা যায় এসব বখাটে পুরুষ ও ভাসমান নারীরা রাত এগার’টা বারো’টার পর থেকে উল্লেখিত স্থানে দাঁড়িয়ে থেকে রাস্তায় চলাচল’রত পথচারীদের’কে টার্গেট করে ইশারা ইঙ্গিতে ডাকতে থাকে পরবর্তীতে অন্ধকারে স্থানে আড়ালে নিয়ে গিয়ে পথচারীর টাকা পয়সা মোবাইল মানিব্যাগ হাতিয়ে নেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল উক্ত অভিযোগের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি ২৪ ইং রাতে এস.আই শরীফ রোকনুজ্জামান সঙ্গীয় এ.এস.আই হাবিব.নারী পুলিশ সদস্য ফারহানা.মিনা ও মিলি সহ পাঁচলাইশ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়- গ্রেপ্তারকৃতরা হলেন ১।মোঃ আতিক ২।জেনি আক্তার ৩।লিজা আক্তর ৪। মুন্নি বেগম ৫। লিজা খাতুন ৬। শেফালী আক্তার সহ অজ্ঞাতনামা আরো ভাসমান ৪/৫ জন -পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদের’কে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে বলে জানান পাঁচলাইশ থানার অপারেশন অফিসার এস.আই মোঃ জোবায়ের মৃধা।