ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে জাতীয় উদ্যান শালবণে আগুন ইবিতে নিরাপত্তা কর্মকর্তা ও আনসার কর্তৃক শিক্ষক হেনস্তার অভিযোগ আজমিরীগঞ্জে সিজার করতে গিয়ে প্রসূতির জরায়ু কেটে দেয়ার ঘটনায় নিউ মেডিল্যাব হাসপাতাল সীলগালা করে দিয়েছে স্বাস্হ্য প্রশাসন আসন্ন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা সভা পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: মকবুল হোসেনের গণসংযোগ জামালপুরে মাষকলাই ডাল চাষ বৃদ্ধি পেয়েছে আজমিরীগঞ্জ মেডিল্যাব হাসপাতালে সিজার করতে গিয়ে জরায়ু মুখ কেটে ফেলে ডাক্তার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান এর মেয়ে, আনিশা তাবাসসছুম তারিনের ২য় মৃত্যু বার্ষিকি আজ

জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবেই আর এটাই চিরন্তন সত্য তাই আমাদের কাছ থেকে অনেক মানুষ প্রতিনিয়ত বিদায় নিয়ে যাচ্ছে। এই পৃথিবী থেকে ছেড়ে, আর তাই তো এই মানুষগুলোর কথা যখন মনে পড়ে তখন ভিতরটা  কেঁদে উঠে, আর একটি মা বাবার কাছ থেকে যখন প্রিয় আদরের কলিজার টুকরো মেয়ে এই পৃথিবী থেকে চলে যায়, তাহলে ওই পরিবারের মানুষেরা বুঝতে পারে যে আসলে মেয়ে কত বড় মূল্যবান ও আদরের আর মেয়ের মৃত্যুবার্ষিকী আসলে মা বাবা মর্মাহত হয়ে যায় মেয়ের কথা স্মরণ করে।
৩০শে জানুয়ারি ২০২২ইং আনিশা তাবাছুম তারিনের মৃত্যু হয়,মৃত্যুকালে বয়স ছিল ৮বছর।

আনিশা তাবাসসছুম তারিন মা, তোমায় নিয়ে আমার স্বপ্ন ছিল যত,সব সুখেরই কল্পনায়, পুষেছি আমি অবিরত।জীবনের পথে, পাড়ি দিতে গিয়ে হায়,তারিন তোমায় বার বারই মনে পড়ে যায়।তারিন তুমি, যেথায় থাকো, ডাক শুনছো কি অসহ্য যন্ত্রণা বুকে পুষে আমি বড় একাকি। তুমি ছোট থেকে ঘুমিয়ে থাকতে আমার বুকে মাথা রেখে,বিনিদ্র রাত্রি কেটেছে তোমায় স্নেহ আদর করে।সেই দিনগুলি আজ বড্ড বেশি মনে পড়ে, স্মৃতিগুলো মনে করে দেয়।

আমার মেয়ে আনিশা তাবাসসুম তারিন এর ২য় মৃত্যুবার্ষিকী নিয়ে একটি কবিতা তুলে ধরলাম—

দু চোখ ভেসে যায় কান্নার জলে বুক জুরে রয়েছে হাহাকার।
আমার কলিজার টুকরো তারিন মারা যাওয়ার হলো দুই বছর।।
আমায় কত বাসতো ভালো
আমার আদরের মেয়ে আম্মু আব্বু ডাকতো যখন মধুর সুরে সুরে
ভরে যেতো প্রাণ।।কখনো যদি আমি যেতাম
দুরের কোনো কেথাও অপেক্ষায় বসে থাকতো দরজার সামনে
না ঘুমিয়ে থাকতো জেগে থাকিত আমার অপেক্ষায় ।
ফোনে আলাপ করার পর স্বস্তি পেত ঠিক তখুনি
আজকে কেহ এমন করে নেয়না যে খোঁজ আর,
তারিন তোমার কথা তাইতো
মনে পড়ছে বারেবার। আজকে তোমার কথা ভেবে
ভাসছি অঝোর নয়ন ঝরে,
তোমায় কাছে পেলে চুমু দিতাম বারে বারে।।
ভাবতে গিয়ে ডুকরে কাঁদছে হতভাগার এ মন
তারিন আমায় ছেরে
চলে গেছো খোদার আরশে। ও দয়াময় ওগো প্রভু
তোমার অপার দয়ায়,জায়গা দিও মোর তারিনকে
তোমার আরশের ছায়ায়।।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে জাতীয় উদ্যান শালবণে আগুন

আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান এর মেয়ে, আনিশা তাবাসসছুম তারিনের ২য় মৃত্যু বার্ষিকি আজ

আপডেট টাইম : ০৫:০৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করতে হবেই আর এটাই চিরন্তন সত্য তাই আমাদের কাছ থেকে অনেক মানুষ প্রতিনিয়ত বিদায় নিয়ে যাচ্ছে। এই পৃথিবী থেকে ছেড়ে, আর তাই তো এই মানুষগুলোর কথা যখন মনে পড়ে তখন ভিতরটা  কেঁদে উঠে, আর একটি মা বাবার কাছ থেকে যখন প্রিয় আদরের কলিজার টুকরো মেয়ে এই পৃথিবী থেকে চলে যায়, তাহলে ওই পরিবারের মানুষেরা বুঝতে পারে যে আসলে মেয়ে কত বড় মূল্যবান ও আদরের আর মেয়ের মৃত্যুবার্ষিকী আসলে মা বাবা মর্মাহত হয়ে যায় মেয়ের কথা স্মরণ করে।
৩০শে জানুয়ারি ২০২২ইং আনিশা তাবাছুম তারিনের মৃত্যু হয়,মৃত্যুকালে বয়স ছিল ৮বছর।

আনিশা তাবাসসছুম তারিন মা, তোমায় নিয়ে আমার স্বপ্ন ছিল যত,সব সুখেরই কল্পনায়, পুষেছি আমি অবিরত।জীবনের পথে, পাড়ি দিতে গিয়ে হায়,তারিন তোমায় বার বারই মনে পড়ে যায়।তারিন তুমি, যেথায় থাকো, ডাক শুনছো কি অসহ্য যন্ত্রণা বুকে পুষে আমি বড় একাকি। তুমি ছোট থেকে ঘুমিয়ে থাকতে আমার বুকে মাথা রেখে,বিনিদ্র রাত্রি কেটেছে তোমায় স্নেহ আদর করে।সেই দিনগুলি আজ বড্ড বেশি মনে পড়ে, স্মৃতিগুলো মনে করে দেয়।

আমার মেয়ে আনিশা তাবাসসুম তারিন এর ২য় মৃত্যুবার্ষিকী নিয়ে একটি কবিতা তুলে ধরলাম—

দু চোখ ভেসে যায় কান্নার জলে বুক জুরে রয়েছে হাহাকার।
আমার কলিজার টুকরো তারিন মারা যাওয়ার হলো দুই বছর।।
আমায় কত বাসতো ভালো
আমার আদরের মেয়ে আম্মু আব্বু ডাকতো যখন মধুর সুরে সুরে
ভরে যেতো প্রাণ।।কখনো যদি আমি যেতাম
দুরের কোনো কেথাও অপেক্ষায় বসে থাকতো দরজার সামনে
না ঘুমিয়ে থাকতো জেগে থাকিত আমার অপেক্ষায় ।
ফোনে আলাপ করার পর স্বস্তি পেত ঠিক তখুনি
আজকে কেহ এমন করে নেয়না যে খোঁজ আর,
তারিন তোমার কথা তাইতো
মনে পড়ছে বারেবার। আজকে তোমার কথা ভেবে
ভাসছি অঝোর নয়ন ঝরে,
তোমায় কাছে পেলে চুমু দিতাম বারে বারে।।
ভাবতে গিয়ে ডুকরে কাঁদছে হতভাগার এ মন
তারিন আমায় ছেরে
চলে গেছো খোদার আরশে। ও দয়াময় ওগো প্রভু
তোমার অপার দয়ায়,জায়গা দিও মোর তারিনকে
তোমার আরশের ছায়ায়।।