নাসিরনগরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
- আপডেট টাইম : ০৯:০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৪৬ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ২০২৩ সালের ৭ অক্টোর নুসরাত জাহান শুভা (২০)নামের এক ধর্ষিতানারীর ধর্ষনের অভিযোগের মামলা দায়ের করেন। যার নাসিরনগর থানার মামলা নং ০১/১২৫ ও ধারা ৯(১)/৩০।উক্ত মামলায়,প্রতিবেশী সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের মজু মিয়ার ছেলে সাকিব মিয়া (২২), মৃত গেদন মিয়ার ছেলে নূরধন মিয়া (৩৮),রাশিদা বেগম (ধর্ষনের সহায়তাকারী) হিসেবে মামলা দায়ের করেন।জানা গেছে সাকিব মিয়া ও নূসরাত জাহান শুভার মাঝে প্রায় ১ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তীতে সাকিব কোর্টে গিয়ে শোভাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়।সেখানে গিয়ে বিয়ে না করে নূসরাত জাহান শুভাকে জোড় পূর্বক ধর্ষন করে।পরবর্তীতে মামলার বাদী ধর্ষনের মামলা রুজু করে। মামলা রুজুর পরদিনই ২য় আসামী নূরধন মিয়া পুলিশের হাতে ধৃত হন।প্রধান আসামী সাকিব পালিয়ে যায়।সাকিব দীর্ঘদিন আত্মগোপনে ছিল।গতকাল বিকাল ৪ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশ অফিসার এস.আই দয়াল, পি.এস.আই মোঃ মাহমুদ হাসান ফোর্স নিয়ে সাকিব ধরার জন্য অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার মূল আসামী সাকিব পালানোর চেষ্টা করে। প্রায় ২০০ মিটার দৌড়ানোর পর সাকিব মিয়া পুকুরে লাফ দেয়।এক পর্যায়ে এস.আই.দয়াল ও পি.এস.আই মোঃ মাহমুদ হাসান পুকুরে নেমে তাকে ধৃত করেন।পরে আদালতের মাধ্যমে সাকিবকে জেলহাজতে প্রেরণ করা হয় বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।