মোংলা সরকারি কলেজে, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৬:২০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৯৪ ১৫০০০.০ বার পাঠক
মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে ২৫-০১-২০২৪ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ প্রদান করা হয়। উক্ত কৃতি ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা – রামপাল বাগেরহাট ০৩ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হালদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা উপজেলা ভূমি অফিসার মো: হাবিবুর রহমান, মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সভাপতি মো: আহসান হাবিব হাসানসহ উক্ত কলেজের সন্মানিত শিক্ষক – শিক্ষিকাগন। এ সময় বক্তরা ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, সমাজ গঠনে শিক্ষার বিকল্প কিছুই নেই। তাই দেশকে এগিয়ে নিতে হলে ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলা করতে হবে।